![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে একশ' দুপুর
আলাপ রেখে বন্ধ
অম্ল প্রেমের ঢালছি চোখে
করতে প্রেমে অন্ধ ?
শাস্তি তোমায় দিতে গিয়ে
উড়ে গেছে শান্তি আমার
ঝগড়াঝাটির হল্লা তাতেও
লোভ মেশানো তোমায় পাবার ।
সমস্ত রাত মস্ত আকাশ
আগুন জ্বালে চোখের তারায়
দুপুর হলেই লাভার ভাপে
ঝরছে তারাই অঝর ধারায় ।
ক্ষমা দিলে শর্ত ছাড়া
জানি তুমি আহ্লাদী
পরে আরো বিগড়ে যাবেই
রাগ না দেখাই এখন যদি ।
এই ভেবে তাই খামচি মেরে
রাখছি ধরে রাগের ঝুঁটি
কপট রাগের খাদ মিশিয়ে
গড়তে প্রেমের শক্ত খুঁটি !
হল না হয় অন্ধ প্রেমে
মন্দ রাগের ফুলকি ছোটা
অনেকখানি হাসির মাঝে
হোক না কাঁদন ছিটেফোঁটা !
আমি নাহয় কষ্ট পেলাম
তোমায় দিলাম কষ্ট খানিক
জ্বলবে তবু নষ্ট প্রেমেই
হাজার নেভা তারার মানিক ...
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১
ইসতিয়াক অয়ন বলেছেন: ক্যান ? খারাপ হইছে ??
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১
শুঁটকি মাছ বলেছেন: প্রশংসা করুম না বাপ।তোরা আবার কইতে পারোস আমার ত্যালের ডিপো আছে!
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
ইসতিয়াক অয়ন বলেছেন:
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১
আপেক্ষিক বলেছেন: শুটকির ত্যালের ডিপো আছে আমারো আছে। খুব ভালো হইসে
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩
ইসতিয়াক অয়ন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
শুঁটকি মাছ বলেছেন: হালা!!!!!!!!!!তুই কি লিখছোস এইডা???????????????