![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপ্লব ! তুমি ধরা দাও এই মরা স্বপ্নের পিঠে
এই কাটা ঘায় ছেঁড়া চামড়ায় নিন্দিত শুভলোকে
রক্তেরা তাঁবু গেড়েছে যেখানে জমে আছে কালশিটে
ক্ষতের গন্ধে ক্ষতির হিসাবে জমেছে যেখানে চোখে
বাদামী রঙের জল ।
বিপ্লব তুমি সেইখানে বাঁধা পড়ো
শুভ্র কিংবা গেরুয়া বসনে নয়
অটল যেখানে সন্ন্যাস জড়সড়
ওড়াও সেখানে লোহিত মহাপ্রলয়,
ধরিয়ে দাও ফাটল ।।
বিপ্লব ! তুমি দানা বাঁধো ক্রূঢ় হীন শক্তির আগে
লংঘন করো একনায়কের স্বার্থান্বেষী কারা
হুংকারে সব কপটাচারীর মুখ দেগে দাও দাগে
দ্যাখো চারদিক পুড়ে ছারখার – সব আজ দিশেহারা
হাহাকারে হাহাকারে ।
গলিত কৃমির মত বেঁচে আছে ফসলের মূলে যারা
যাদের ঘামের বাষ্পে বর্ষা ঝরে মাঠে, গম-যব
-ধান যার হাতে ফলে, রুটি-চাল-অন্ন পায় না তারা
এই শৃংখল যতদিন রবে এথায় হে বিপ্লব,
তুমি এসো বারেবারে ।।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ বোকামন !
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: বিপ্লব তো ধরা দেয়, সমস্যা হলো বিপ্লব হাইজ্যাক হয়ে যায় ইদানিং।
কবিতা ভালো হইছে
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
ইসতিয়াক অয়ন বলেছেন: ঠিকই বলেছেন ---
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩
বোকামন বলেছেন:
বিপ্লবী ভাব আর শব্দে কবিতা বিপ্লবী হয়ে উঠেছে ....।
ভালোলাগা জানবেন কবি
শুভেচ্ছা
হুংকারে সব কপটাচারীর মুখ দেগে দাও দাগে
দ্যাখো চারদিক পুড়ে ছারখার – সব আজ দিশেহারা
হাহাকারে হাহাকারে ।