![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্গাকার নয়- চতুস্তলকীয় নয়, নয় বৃত্ত কিংবা স’টুথ-বঙ্কিম
শূণ্যে নয়- অনন্তে নয়, নয় ধারা অর্জিত অথবা বিবর্জিত সমীকরণে অন্তিম
তোমার-আমার প্রেম তড়িৎচুম্বক আবেশের মত একটি ক্ষেত্র সৃষ্টি করে
অসংজ্ঞায়িত আকৃতির।
আমার পাঁচ ভাবনার প্রেমের দুর্নিবার মোহে তুমি আবিষ্ট
আমিই তোমার ভালবাসার কারন।
কিন্তু প্রিয়তমেষু জানো তো?
তোমার ভালবাসাকে আঙুলে স্পর্শ করতে পারিনা কখনোই
তোমার অনুভবের বৃষ্টির শব্দ শুনে যখনি দৌড়ে দোতলার ছাদে উঠি
দেখি ঝকঝকে রোদ উঠেছে
বৃষ্টি মরে গেছে একটু আগেই..
তোমার বারান্দায় নুপূরের নিক্কণে ছুটে এসে দাঁড়াই জান্লার কাঁচ ধরে
দেখি একা ইজিচেয়ারটা দুলছে
তুমি উঠে গেছো একটু আগেই..
এমন কতবার হয়েছে-
একটু’র জন্য তোমায় ছুঁয়ে দিতে পারিনি আমি,
আমাদের ছেলেমানুষী খেলায়
আমার স্পর্শে তুমি কখনও বরফ হও না-
জল হয়ে নেচে বেড়াও অবিরাম- অবিরাম-
কারন,
তোমায় একটু’র জন্য ছুঁয়ে দিতে পারিনা আমি।
কি করে ছোঁবো বলো তোমায়?
তুমি যে ভয় পেয়ে দূরে সরিয়ে দিতে চাও অনেকখানি
যখন একটুখানি কাছে এসে পড়ি।
আর কাছে টানার ইন্দ্রজাল বোনো নরম শব্দভর্তি বাক্যে
যখন আমি এই- একটুখানি দূরত্বে সরি।
আমায় নিয়ে এত ভয় তোমার?
এতো ভয় আমায় নিয়ে?
প্রিয়তমেষু,
প্রেমের ভুতকে এত ভয় পেলে কি চলে ?!!
আমি যা করি- তা-ই অর্থহীন আজ তোমার কাছে
যা ভাবি- তা-ই সংজ্ঞাহীন
যা দিই- তা নাকি অস্পৃশ্য
যা নিতে চাই- তা দূর্লভ
যা বলি- তা মিথ্যে
যা শুনতে চাই- তা অশ্রাব্য
যা শোনাতে চাই- তা প্রলাপ
আর যা কিছু অসুন্দর আমার চোখে-
তোমার চোখ তাকে ‘সৌন্দর্য’ উপমা দেয়।
আমার কোনো কিছুই এখন আর তোমার ভালো লাগে না।
আমি তাতে আশ্চর্য হই না কখনও,
কারন আমি বিজ্ঞানের ছাত্র।
আমি জানি-
তোমার-আমার প্রেম বর্গাকার- চতুস্তলকীয় কিংবা সমতল নয়
তড়িৎচুম্বক আবেশের মত একটি পরিপাটী ক্ষেত্র
অসংজ্ঞায়িত আকৃতির
তুমি আমি আজ বৈপরীত্যের চমৎকার উদাহরণ
কারন আমার পাঁচ ভাবনার প্রেমের দুর্নিবার মোহে তুমি আবিষ্ট
আমিই তোমার ভালবাসার কারন,
তাই আমার সবকিছুতে আজ তুমি বাধা দেবে, জানি,
দূরে গেলে কাছে টেনে নেবে
আর কাছে আসতে চাইলে----
-এতে অবাক হবার উপকরণ কই?
লেঞ্জের সূত্র তো তা-ই বলে !!
২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা ভালো লাগল। ভালো লিখেছেন!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার সব শব্দময় প্রেমের কবিতা।