![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি এই শহরের ব্যস্ত ম্লান গলি
হয়ে যায় আমার এ আলস্যে মোড়া শান্ত-জীর্ণ মলিন বিছানা
যদি এই পৃথিবীর একমাত্র চাঁদ ওঠে
আমার পুরোনো ছেঁড়া ছিদ্রিত মশারীর গায়
আমার অবুঝ চোখ যদি দেখা পায় সেই অদ্ভুত হেমন্তের হায় !
যে হেমন্তে কুয়াশারা গিয়েছিল মেখে...
আকাশের কাছাকাছি কোন
অদেখা মেঘের সাথে হয়ে মাখামাখি
প্রেম’ও ঢলে পড়েছিল যেইদিন নিভন্ত রাত্রির বুকের পাঁজরে
উত্তর আকাশে দুটো ফ্যাকাশে সবুজ তারা মিটিমিটি জ্বলেছিল শুধু
ধোঁয়াশা ও কুয়াশার ছায়ার ভেতরে
ছিঁড়ে যাওয়া পাপড়ির মত তারা ঝরেছিল আমাদের দুজনার কোলে
আমার ময়লা শাদা শালের প্রাচীরে...
আজ আমার নরম বালিশে
যদি শুয়ে পড়ে দুঃখের ক্লান্ত কালো অশ্বারোহী দল,
তাদের ঘুমেলীন চোখ বুজে গেলে
আমার অবুঝ চোখ যদি দেখা পায় সেই অদ্ভুত হেমন্তের হায় !
যে হেমন্তে কুয়াশারা গিয়েছিল মেখে...
প্রহরে প্রহরে সব অবাক বৃদ্ধ স্বপ্ন আমাকেই তাড়া করে ফেরে
যে স্বপ্ন দেখেছি সে কবে- চাইনা দেখিতে আমি আরও একবার
তাদের বৃহৎ দল অপ্সরাদের মত কোমল শরীর পাতে অবোধের মত
আমার এই গরম দীর্ঘ লেপের উষ্ণতার ’পরে
চক্ষু নীমিলিত করে চলে যায় প্রগাঢ় ঘুমের দেশে তারা
অথচ এইখানে আমি
অপেক্ষারত এই জীর্ণ বিছানায়
সেই কালো অশ্বারোহীদের ক্লান্ত ক্ষুর স্তব্ধতা অনুভবে কান পেতে আছি
ক্লান্ত কি হবে তারা ? ঘুমাবে আমার শান্ত-জীর্ণ বিছানায় ?
শহরের ব্যস্ততম সুখী মানুষের ভীড়ে ন্যুব্জ-ম্লান অলিগলি ভেবে-
পৃথিবীর একমাত্র চাঁদের আলোয়
ভিজে কি ঘুমাবে তারা সচ্ছিদ্র মশারীর নীচে রূপকথার রাজ্য ভেবে কোনও
কখনো রাজপুত্র আর যেই ঘুম ভাঙাবে না এসে...
রূপা বা সোনার কাঠি বদল হবে না কোনদিনও
ক্লান্ত হয়ে ঘুমোবে অঘোরে তারা আমার শান্ত বিছানায়...
পুরোনো অশীতিপর স্বপ্নরা তবে
কেন আসে রোজ বুধবার
আমার বাদামী অ্যালুমিনিয়াম জানালায় টোকা দিতে রাতে ?
প্রতি সপ্তায় কেন ঘুম ভেঙে যায় ?
ঘুম ভেঙে আমি ভয়ে কাঠ হয়ে থাকি,
আজ বুঝি বুধবার ?
আজ বুঝি তার চিঠি এসে
আবার আমায় ধোঁকা দেবে-
আবার ধোঁয়াটে হবে আমাদের পরিনতিহীন ভালবাসা
ভয়ানক বড় বড় স্বপ্নেরা ইচ্ছেমতোন দৌড়োবে
আমার ছন্দহারা মাথার ভেতরে !
আবার হেমন্ত এসে এঁকে যাবে রঙে ভেজা ছোপ
ধোঁয়াশা ও কুয়াশার ছায়ার ভেতরে
আবারও কি মনে হবে ফ্যাকাশে সবুজ তারা
ঝরেছে আমার শাদা শালের প্রাচীরে ?
আবারও হেমন্ত এসে নরম সুতোয় শুরু করবে সেলাই
প্রেমের নূতন জামা পুরোনো ছেঁড়া-ছিদ্রিত মশারীর গায় ?
যে হেমন্তে কুয়াশারা গিয়েছিল মেখে...
কুয়াশায় স্নানরত নিয়ন আলোয় জ্বলা পথে
অদেখা মেঘের ফাঁকে বিদ্যুতের গর্জনে
তিনটে শব্দই কেবল ভেসে যাবে নিঃশব্দে হারানো গলিতেঃ
‘আমি তোমাকে ভালবাসি...’
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ইসতিয়াক অয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা। সুন্দর+
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ ভাই !
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা
বেশ ভালো লাগলো
শুভ কামনা
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ইসতিয়াক অয়ন বলেছেন: 'ভাল লাগা' জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ! ভাল থাকবেন ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৭
অনন্য ঐশিক বলেছেন: চমৎকার কবিতা।
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ অনন্য ঐশিক !
৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৬
টুম্পা মনি বলেছেন: চমৎকার। প্লাস।
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ইসতিয়াক অয়ন বলেছেন:
৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
মোঃ ইসহাক খান বলেছেন: হেমন্তের কবিতায় শুভেচ্ছা।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
ইসতিয়াক অয়ন বলেছেন: কিছুটা 'হেমন্ত' কবিতায় বেঁচে থাক ।
ভাল থাকবেন ভাই !
৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: চমৎকার হেমন্ত বন্দনা!
কবিতায় ভালোলাগা জানবেন অয়ন ভাই ।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০১
ইসতিয়াক অয়ন বলেছেন: মামুন ভাই, আপনার ‘হেমন্ত-বন্দনা’ শব্দটা শুনে ব্যক্তিগত কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে । যা ইচ্ছে হয়, তা করা উচিত । কাজেই বলে ফেলি ! আমার ডাস্ট অ্যালার্জি থেকে শুরু করে একাধারে ফটোপ্টার্মোসিস, সাইনাসের সমস্যা, হাইপারহাইড্রোসিস পর্যন্ত আছে । চৈত্রমাসেও কাঁথা গায়ে দিয়ে ঘুমাই- নিজের ঘরের ফ্যান বন্ধ করে রাখি । কেইমোফোবিয়া যাকে বলে ! 'ঠান্ডা' ব্যাপারটাই আমার কাছে পুরোপুরি আতংকের । অথচ আমার কবিতা পড়ে মনে হবে, আমি বুঝি ‘শীত উদযাপন’ করতে জানি- শীত নিয়ে আমার মস্ত কোন ফ্যান্টাসি আছে... ইত্যাদি ইত্যাদি ।
ঘটনা হচ্ছে, শীত নিয়ে আমার কোন রকম আসক্তি না থাকলেও হেমন্ত নিয়ে আছে । ব্যাপারটা অনেকটা এরকম, আপনার প্রিয় কোন মানুষের মৃত্যুদিনে আপনার বড় মেয়ের জন্ম হল ! জন্মবার্ষিকীগুলো আপনি মন থেকে পালন করলেও কিছু একটা সমস্যা থেকে যাচ্ছে । এটা শুধুমাত্র একটা উদাহরন দেয়ার জন্য দিলাম আর কি ! আসল ঘটনা প্রেম সম্পর্কিত
আমার ক্ষেত্রে ‘বড় মেয়ের জন্মবার্ষিকী’টাই প্রাধান্য পেয়েছে, কেইমোফোবিয়াকে থোড়াই কেয়ার করেছি, হাহাহা । তাই এই হেমন্তবন্দনা ! হেমন্ত সত্যিই বড্ড প্রিয় ঋতু !
অনেক প্যাঁচাল পারলাম । যাই হোক, ভাল থাকবেন মামুন ভাই । কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ !
৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা...!!
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ !
৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
বোকামন বলেছেন:
ধোঁয়াশা ও কুয়াশার ছায়ার ভেতরে
ছিঁড়ে যাওয়া পাপড়ির মত তারা ঝরেছিল আমাদের দুজনার কোলে
আমার ময়লা শাদা শালের প্রাচীরে...
চমৎকার ! চমৎকার !
সকল শব্দ মিলেমিশে একাকার হলো তিনটি শব্দে ...
কবিতাটি বেশ ভালো লাগলো । তৃপ্তপাঠ ।
শুভকামনা, কবি ।
+
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪
ইসতিয়াক অয়ন বলেছেন: কি লিখবো বোকামন ?
এতোগুলো প্রশংসার জবাব দেয়ার ক্ষমতা নেই । কেবল ধন্যবাদ এবং শুভকামনা !!
১০| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আপনার লেখা নিয়মিত পড়ছি। বেশ ভালোই লাগছে।
অনেক শুভ কামনা রইল।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
ইসতিয়াক অয়ন বলেছেন: যাক ! অন্ততঃ একজনকে আটকে রাখতে পেরেছি-
ভাল থাকবেন কাল্পনিক ভালবাসা !
অনেক অনেক শুভকামনা আপনাকেও ..।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগা রইলো।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ ভাই !
১২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভয়ঙ্কর সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
ইসতিয়াক অয়ন বলেছেন: কৃতজ্ঞতা
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
সপন সআথই বলেছেন: চমৎকার কবিতা।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
ইসতিয়াক অয়ন বলেছেন: অনেক ধন্যবাদ !
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: কমেন্টের এত সুন্দর প্রতিউত্তর পেয়ে ফিরতি ধন্যবাদ না জানানো অপরাধের পর্যায়ে পড়ে যাবে!
আমার বড় মেয়ের জন্ম জানুয়ারীর কনকনে শীতে । আর ছোট টা এসেছে এপ্রিলের খরতাপ নিয়ে । আচরন স্বভাবেও ভিন্নতা চোখে পড়ার মত ।
ভালো লাগলো । শুভকামনা ।
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩০
ইসতিয়াক অয়ন বলেছেন: অদ্ভুত তো !! নাম কি এদের ??
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
===========================================================
পুরোনো অশীতিপর স্বপ্নরা তবে
কেন আসে রোজ বুধবার
আমার বাদামী অ্যালুমিনিয়াম জানালায় টোকা দিতে রাতে ?
প্রতি সপ্তায় কেন ঘুম ভেঙে যায় ?
ঘুম ভেঙে আমি ভয়ে কাঠ হয়ে থাকি,
আজ বুঝি বুধবার ?
===========================================================
অস্থির!!!
অনেক অনেক ভাললাগা জানবেন ভ্রাতা।
সময়করে প্রিয়তে নিয়ে যাবো। কিছুদিন যাবত সামু প্রবলেম করার কারণে মনমত কিছু করতে পারছিনা।
শুভ কামনা নিরন্তর!
০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩১
ইসতিয়াক অয়ন বলেছেন: দারুন স্বচ্ছ কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন ।
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: মাশফিহা মাহি, তাজফিহা ওহি
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
ইসতিয়াক অয়ন বলেছেন: বাহ্ ! চমৎকার নাম । ওদের জন্য স্নেহাশীষ রইলো !
শুভরাত্রি !
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
মো: ওবায়দুল ইসলাম বলেছেন: আপনার লেখাটি ভাল লাগল।আপনার সুন্দর লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন।
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ আপনাকেও !
১৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
শুঁটকি মাছ বলেছেন: তিনটে শব্দই কেবল ভেসে যাবে নিঃশব্দে হারানো গলিতেঃ
‘আমি তোমাকে ভালবাসি...’
ভাল লিখছিসরে অয়ন-বাবা।লাস্টের লাইনটা পড়ার সময় কেমন কেমন অনুভূতি হইল!
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
ইসতিয়াক অয়ন বলেছেন:
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
অপ্রচলিত বলেছেন: আজ আমার নরম বালিশে
যদি শুয়ে পড়ে দুঃখের ক্লান্ত কালো অশ্বারোহী দল,
তাদের ঘুমেলীন চোখ বুজে গেলে
আমার অবুঝ চোখ যদি দেখা পায় সেই অদ্ভুত হেমন্তের হায় !
যে হেমন্তে কুয়াশারা গিয়েছিল মেখে...
............
পুরোনো অশীতিপর স্বপ্নরা তবে
কেন আসে রোজ বুধবার
আমার বাদামী অ্যালুমিনিয়াম জানালায় টোকা দিতে রাতে ?
প্রতি সপ্তায় কেন ঘুম ভেঙে যায় ?
ঘুম ভেঙে আমি ভয়ে কাঠ হয়ে থাকি,
আজ বুঝি বুধবার ?
আজ বুঝি তার চিঠি এসে
আবার আমায় ধোঁকা দেবে-
আবার ধোঁয়াটে হবে আমাদের পরিনতিহীন ভালবাসা
ভয়ানক বড় বড় স্বপ্নেরা ইচ্ছেমতোন দৌড়োবে
আমার ছন্দহারা মাথার ভেতরে !
একটি অসাধারণ শৈল্পিক কবিতা। সামুতে পড়া স্মরণীয় সব কবিতার মধ্যে নিঃসন্দেহে অন্যতম। শব্দচয়ন বিস্ময়কর সুন্দর! সরাসরি প্রিয়তে এবং অনুসরনে নিচ্ছি।
একগুচ্ছ প্লাস না দিয়ে গেলে নিশ্চিত অপরাধ হবে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
শুভ কামনা নিরন্তর।
ভালো থাকুন সদা সর্বদা।।
১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৪
ইসতিয়াক অয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
স্মৃতিতে ধরে রাখার মতো একটি কবিতা। মুগ্ধ, অসাধারন, চমৎকার ++++ রইল।
পুরোনো অশীতিপর স্বপ্নরা তবে
কেন আসে রোজ বুধবার
আমার বাদামী অ্যালুমিনিয়াম জানালায় টোকা দিতে রাতে ?
প্রতি সপ্তায় কেন ঘুম ভেঙে যায় ?
ঘুম ভেঙে আমি ভয়ে কাঠ হয়ে থাকি,
আজ বুঝি বুধবার ?
অস্থির পুরো নেশা লেগে গেলো এই রাতে।