![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেভাবে জেনেছো আমি তো তেমন নই
যেভাবে চেয়েছো আমাকে, পারিনি হতে
তোমরা ভেবেছো কবিসংঘের কথা
একা একা আমি হেঁটেছি ধূসর পথে ।।
আমি গৃহী নই, ভীড় জঘন্য লাগে
নেইতো আমার সভ্য-ভব্য-জ্ঞান
বন্ধুরাওতো তাই ছুঁড়ে ফেলে গেছে
আমার অপরাধ- ‘আমি তো বোহেমিয়ান’ ।।
ভিখিরি আমায় ফ্যালে বুর্জোয়া দলে
ফেরারী খুলেছে গৃহী মানুষের কোঠা
আমায় ভেবেছে সবাই দূরের মানুষ
কাছের মানুষ হয়নিতো হয়ে ওঠা ।।
প্রেমিকা আমাকে দেখেছে কবির মত
দেখতো যদি সে প্রেমিকার মত চোখে
বুঝতো অশ্রু কতটা শক্তিশালী
জননন্দিত লাখো কবিতার থেকে ।।
যেভাবে জেনেছো আমি তো তেমন নই
যেভাবে চেয়েছো আমাকে, পারিনি হতে
অভিযোগ-গ্লানি-গালিই দিয়েছো শুধু
ভেসে গেছি আমি জলাঞ্জলির স্রোতে ।।
তোমাদের নিয়ে পারছি না আর জ্ঞাতি
তোমাদের নিয়ে পারে নি কবিরা কোন
হাজার হাজার কবি এলো গেলো তবু
চিনতে পারোনি একটি ‘কবি’র মনও ।।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: কিছু কিছু লাইনে নিজেকে আবিস্কার করতে মন চায় !
ভালো লেগেছে খুব !
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
এম এ কাশেম বলেছেন: হাজার হাজার কবি এলো গেলো তবু
চিনতে পারোনি একটি ‘কবি’র মনও ।
চমৎকার কবি..............