![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে তার বেলোয়ারি চোখ এক-সমুদ্র জলে ডুবিয়ে বলেছিল,
“আমার খুব কাছে এসো না-
এই কালো মনের প্রপঞ্চ-অন্দরে
অন্ধকার- গভীর অন্ধকার ...
এইখানে অনেক প্রেতাত্মা বাস করে,
ওদের তুমি সহ্য করতে পারবে না ।”
আমি আমার উষ্ণ আলিঙ্গনে এক সমুদ্র জল বাষ্প করে দিয়ে
বলেছিলাম, “আরও কাছে এসো !
হৃদয়ের ইজারা নিয়ে দ্যাখো একবার
এখানে দোজখের সাজঘর পিয়া,
তোমার পোষা প্রেতাত্মাগুলোর জন্যে বড় চমৎকার !
ওরা এখানে সুখেই থাকবে ।”
আমি খুব ভুল ছিলাম না
আমাদের প্রেমের দোজখে আজ প্রেতের সংখ্যা সপ্তাশীতি
তবুও, আজও আমরা সুখী !
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম টা সুন্দর !
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
কয়েস সামী বলেছেন: মোটামোটি
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
হাসান মাহবুব বলেছেন: আপনার অন্যান্য কবিতাগুলোর মতো অত ভালো লাগলো না।