![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দেয়া
হলুদ গোলাপের গন্ধ নিয়ে এসেছি কাঁচের হোমিওপ্যাথ শিশিভর্তি করে
রক্তলাল মিষ্টি ওয়াইন মিশিয়ে রাত্তিরে কেমিস্ট্রি ল্যাবে তৈরী করবো
আমাদের প্রেমের জটিল সঙ্ঘারাম
ল্যাবরুমে ইলেকট্রিক বাল্ব রবে- মদ রবে- প্রেমের সলিউশন রবে-
আমার ছায়া রবে ; সেমন্তী ! তুমি
আর তোমার প্রিয় বোকা চাঁদ জোছনা গুনবে শুধু একা আর একা ।
কোন এক জোছনায় যেভাবে আমায় তুমি একা করে চলে গিয়েছিলে !
তাই, ফেয়ারওয়েল !
ফেয়ারওয়েল টু দ্য মুন ...
আমার নতুন চোখ আর কোন পুরোনো জ্যোৎস্না দেখবে না কখনো
জ্যোৎস্নার সন্ধ্যেগুলো ভদকার ছিপি খুলে খুলে কাটিয়ে দিতে চাই
সারা রাত আলোঘরে বসে বসে নীল-নিকষ প্রেতাত্মার ছায়া দেখে দেখে
মাতালের পকেট থেকেই ব্যয় করবো আজ থেকে
পৃথিবীর প্রতিটি জোছনা রাত ।
ফেয়ারওয়েল !
তুমি আর তোমার প্রেমে মুগ্ধ আমার প্রেমিকা সেমন্তীর প্রতি...
থাকো তোমরা একা-একা !
আমার ল্যাবরুমে
ইলেকট্রিক বাল্ব রবে- মদ রবে- প্রেমের সলিউশন রবে-
আমার ছায়া রবে; সেমন্তীর ?
না, সে থাকবে নিঃশর্ত ছায়াহীন; একা আর একা
কারন জোছনায় তার ছায়া পড়বে না !
আর পৃথিবীর একমাত্র পুরোনো চাঁদ, তুমিও
একা থাকো, একা থাকো, একা থাকো
একা একা
যেভাবে একাকী ছিলে দূরে দূরে এতোদিন ধরে
পৃথিবীর সব রূপ, সব প্রেম- সবটুকু দেহে ধরে নিয়ে
প্রায় ৫০০ কোটি বৎসর, আমার প্রেমিকা সেমন্তীর মত !
এভাবেই একা-একা সুখে থেকো,
সুখে থেকো,
ফেয়ারওয়েল !
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
ইসতিয়াক অয়ন বলেছেন:
২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
মামুন রশিদ বলেছেন: সুখে থেকো ফেয়ারওয়েল..
৩| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ফেয়ার ওয়েল সুখে থাকুক
৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০২
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!!!!! খুব সুন্দর লিখেছেন।
৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:২৫
শুঁটকি মাছ বলেছেন: সে থাকবে নিঃশর্ত ছায়াহীন; একা আর একা
কারন জোছনায় তার ছায়া পড়বে না !
লাইন দুইটা নিয়া গেলাম বাবা!!!!!
৬| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতোই সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০০
এহসান সাবির বলেছেন: বেশ লিখেছেন.....!!