![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
============================================
ভেবেছিলাম বন্দী হবো-
রাজকুমারীর চোখের পাতায়
ঘুম আনানো স্বপ্ন হবো
পদ্ম হবো ।
একটা-দুটো শ্রাবন শেষে রোদ ঝড়ানো ভাদ্র হবো—
আর হোলো না ।।
ভেবেছিলাম পালিয়ে যাবো-
রাত-বিরেতের কান্না শেষে
তোমায় নিয়ে পালিয়ে যাবো
উদার নীলচে সমুদ্দুরে ।
ঝড় হবে না, স্রোত রবে না- ঢেউ হবে না ওলট-পালট—
আর হোলো না ।।
ভেবেছিলাম হাসির মেঘে-
তোমার শহর মুড়িয়ে দেবো
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
একটুখানি ঝাঁকি দেবে ।
টাপুর-টুপুর বৃষ্টি হয়ে ঝরবে হাসি-আনন্দেরা—
আর হোলো না ।।
ভেবেছিলাম মিথ্যে বলে-
সত্যি কোন ভালবাসার নাটাই দেবো
তোমার হাতে উড়বো আমি
ঘুড়ি হয়ে ।
আকাশ তোমায় কিনে দিয়ে শোধরাবো ভুল মিথ্যে বলার—
তাও হোলো না ।।
============================================
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ !
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৫
মনিরুল হাসান বলেছেন: হোম পেইজে শুধু পোস্টের ========================================== অংশটুক দেখা যাচ্ছে। এইটুক দেখে কি ব্লগে ঢুকে সবাই পোস্ট পড়বে?
আমার ব্লগেও হুবুহু এই সমস্যা।
ব্লগের মডারেটররা ঝামেলাটা ঠিক করছে না কেন বুঝতে পারছি না।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল
৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ওয়ান
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ, চমৎকার।