নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ক্যাম্পাস

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

পুরাতন সূর্য ঝরে গেছে;
নূতন নক্ষত্র এসে জারি করে দিয়ে গেছে
গোপন কারফিউ-
এই করে ভাগ হয়, শেখে কেউ কেউ
নিঃশেষে বিভাজ্য করে নিতে আমাদের মায়াবী লাজুক মৃত্তিকা
আমাদের ঘাস, জল, সবুজ বীথিকা
আমাদের নীলনম্র পদ্মপুকুর
রৌদ্রগন্ধহারা উন্মত্ত অসুর
সব কেড়ে নেয়ঃ
আঙুল উঁচিয়ে রেখে প্রায় সিলভার কম্পাস-কাঁটার মতন
ক্যাম্পাসে নির্লজ্জ গন্ডি কেটে দ্যায়
নিঃশঙ্ক রাহুর মত হামলে পড়ে আমাদের বোনের শরীরে
আমরা বুঝতে পারি পুরাতন সূর্য গেছে ঝরে !

এই দেশ দেশ নেই, চারিদিকে প্রচুর প্রগলভতা,
ছেঁড়া মেরজাই নিয়ে হায়েনার রমিত রসিকতা
কার্জনের মেঘ হয়ে
বাওনিয়া বাঁধবস্তির পঁচাগন্ধা কাদা- সর্বত্র যায় ছেয়ে
তবুও কি নিক্ষত্র নির্লিপ্ততা
তোমাদের সম্ভ্রমসূর্যদীপহারা আকাশে আকাশে !
তাই হা-হা হাসে
সিলভার কম্পাস-কাঁটার মতন ওরা আঙুল উঁচিয়ে রেখে প্রায়
ক্যাম্পাসে নির্লজ্জ গন্ডি কেটে দ্যায়;
তোমরা সবাইও হাসো, বড়ো নিরুত্তাপ
কেউ কেন দেখেও দ্যাখো না-
হায়েনার হাসির শব্দে দারুন অদ্ভুত এক সময় এসেছে
এই দেশ দেশ নেই- গন্ডিকাটা মানচিত্র হয়ে গেছে !

===========================================
উৎসর্গঃ

বেগ আর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক 'ইমতিয়াজ আলম বেগ'-কে, যার কাছে লজ্জিত হয়ে থাকতে হয় ।

============================================

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.