নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ফেলনা কবিতা

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

গন্ধমাখা ধোঁয়ার শহর খামে ভরে দিলাম ফেলে
চোখরাঙানো আত্মীয়তা
বানিজ্য-প্রেম-নিউজপেপার
শুকনো-বাসি মিথ্যে কথা
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
কি আসে যায় ?
সব তো গেল, ভেসে গেল
ভেসেই যাবে !


অপবাদের বাদানুবাদ, অনুশাসন, ডিপ্লোমেসি
হাজার রকম ফর্মালিটি
সিভিক সমাজ-সভ্য নিয়ম
নষ্ট আমার কামুক শরীর
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
সব গিয়েছে-
নির্জনে আর একটু গেলে
খুব কি গেল ?


‘তুমি কি খুব কষ্টে আছো’ প্রশ্নব্যাকুল কারুর কথা
চারুনয়ান, দমক ভুরু
ধমকমুখর হাস্যরতার মধুর বেদন
খুব কাঁদানো কবের স্মৃতি
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
কবে থেকেই
যাচ্ছে আমার, যাক না আরও
চাইলে যেতে !


উড়ন্ত সেই ছাদের শাড়ি, হলুদ কামিজ, নিলীন হাওয়া
আচার মাখা নরম আঙুল
অজস্র মেঘ, অজস্র জল
তীব্র দুপুর, খটখটে রোদ
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
সব গিয়েছে-
আপনি-তুমি-তুই এর মানুষ
কেউ কি আছে ?


বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা পুরোনো ফুল, চ্যাপ্টা গোলাপ
মানিব্যাগের লুকোনো টিপ
জমিয়ে রাখা তোমার চিঠি
সঙ্গে তোমার ভালবাসাও
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
একলা আছি
আমি বরং একলা থাকি !
একলা থাকি !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +

শুভেচ্ছা :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.