![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেইদিন তুমি কূয়াশামুখর গাঢ় বৈকালবেলা
কাছে রয়েছিলে, হাস্যেলাস্যে হাত খেলেছিল হাতে
তোমার আমার সুখের সন্ধ্যা মুখর বরষাবেলা
আজ কই সব ? শুধু আখিজল বিষাদী নয়নপাতে
তুমি নাই আর কূয়াশাপ্রদীপে, প্রথম বরিখনীপে
তবু তুমি আছো জানি মন্ময়, ক্রমাগত তুমি ছিলে
অলস আমার কর্ণে কাজরী বিজরীনিলীন দীপে
সারদবিধুর রঙিন রজনী- মধুর কবিতা নীলে !
জানি না আজও কি যত্রতত্র ভাবনা আভাসে মিশে
আমি রই তব ঘুমহীন চোখে রাত্রির বিছানাতে ?
তমসাসিক্ত শিশিরে নিশীথ বাতায়ন আশেপাশে-
জানি না তুমি কি আমাসম আছো নম্র প্রতীক্ষাতে-
কবে দেখা হয় ! কবে দুনয়ান দেখিবে নয়ান তব !
যদি তাই হয়- এইটুকু তৃষা বিষাদ ঝরায় তবে
রবে পুরাতন ভালবাসা- সেই অনুব্রত অনুভব
পুরাতন মনে রবো তুমি-আমি, আমাদের প্রেম রবে !
____________________
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা
শুভকামনা।।