![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উষ্ণ বুকের থেকে ভাপ ওঠে- কটা লাল নয়ানের উপরে
উড়ে যায় একহারা উজর পৃথিবী; আধমরা উড়শের মত
ঘোর লাগা চোখে চেয়ে দেখি- পাশে তুমি ! বিভল অধরে-
বেনারসী শাড়ি গায়ে- হাতভর্তি শাদা-শাদা চুড়ি- অনুরত
চাপা হাসি ঠোঁটে । জানি তুমি ভ্রম; তোমার দুচোখে জ্বলা
অনুজ্জ্বল নক্ষত্র হতে ম্রিয়মাণ যেইসব আলো খসে পড়ে
করুণার বেশে– তাও ভ্রম- জানি ! তবু জ্বরনির্ঝরে চলা
নেশালোক বড় ভাল লাগে; নির্বিঘ্নে বলে যাই বিষণ্ণস্বরে
পুড়ে পুড়ে রাঙা হওয়া উষ্ণ বুকের গানঃ ‘জানো তুমি
জ্বর কেন ভাল লাগে ? কেন ভাল লাগে এই নেশা ?’
তুমি হাসো; আমি সুখ ছুঁয়ে দেখি নিকরুণ উষ্ণ অসুখে
-এই জ্বর -এই অবসরে !’