![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
===============================================
উৎসর্গঃ
ব্লগার শুঁটকী মাছ
-যে অনেকদিন তার প্রিয় কবির কোন কবিতা পড়ে না !
===============================================
শাড়ির গিঁটে পাঞ্জাবীটা
আগুন ঘিরে ঘুরছে
দেখছি দুটি সুখের পোকা
কি উচ্ছ্বাসে পুড়ছে ।।
সিঁদুরসূর্য দিন আনে, রাত
কাঁপায় পর্ণীপত্রে
মন উড়ে যায় ফাগুন মাসে
মন পুড়ে যায় চৈত্রে ।।
কেমন ধারা সুখের সাড়া
অঙ্গ তো নয়- 'পুন্নাগ'-
ফাগুনরাগে রক্তশিমুল
কলংকলীন অনুরাগ ।।
মিলন না হয় হৃদয়ে তাই
মিল মেলে না ছত্রে
মন উড়ে যায় ফাগুন মাসে
মন পুড়ে যায় চৈত্রে ।।
চোখের দীপে কালবোশেখী
উড়াল জলসত্রই
তোমরা বলো ফাগুন এলো
আমি দেখি চৈত্রই ।।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৭
ইসতিয়াক অয়ন বলেছেন: ধন্যবাদ ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
সুমন কর বলেছেন: কবিতার নামটিই অনেক ভিন্ন। তার ওপর অাছে বেশ কয়েয়টি ভিন্ন শব্দ।
পর্ণীপত্রে মানে কি?
পড়তে ভাল লাগল।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৮
ইসতিয়াক অয়ন বলেছেন: পর্ণী শব্দের অর্থ বৃক্ষ । পর্ণীপত্র মানে গাছেন পাতা । ধন্যবাদ জানবেন ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
কাবিল বলেছেন: ছন্দে ছন্দে কবিতাটি চমৎকার।
ভাল লাগা রইল।
৫| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
আপেক্ষিক বলেছেন: সুন্দর লিখেছো। +
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো