![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনতন্ত্রে ছিল না কোনো নম্র সৌরভ
কখনও- ; শিরীষ ফুলের মত উগ্র
গন্ধ, প্রদোষেই বুজে যাওয়া প্রসূন
সে,- বসন্তহীন দেশে দারুন দুর্লভ;-
এই দেশে, যেখানে জনতার সব্যগ্র
মিছিলে আলোর জন্যে জ্যোৎস্না হয় খুন
যেই দেশে শুকিয়েছে প্রেমের খাবার
যেই দেশে প্রেমও আজ বারবনিতার-
সেইখানে সেইদেশে মাটিতে দাঁড়িয়ে
থেকে ঘাসের ওপর অপেক্ষা এখনো !
বোকা গনতন্ত্রবাদী এখনো কাঙাল !
বোঝে নি- তাদের তন্ত্র আকাশ ছাড়িয়ে
শিরীষ ফুলের মত উঁচুতে সাজানো,
জনগন খালি হাতে পাবে না নাগাল ।
[অন্ত্যমিলঃ কখগকখগঙঙ চছজচছজ]
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৬
মোঃ শিলন রেজা বলেছেন: গনতন্ত্রে ছিল না কোনো নম্র সৌরভ[/sb
এই জায়গাতেই কেমন দিচারিতা দেখা দিল। গনতন্ত্র কি আপনার চোখে কাঠিন্য মনে হয়। এই মাধ্যমেই সবাই আত্মতৃপ্তি মিটেছে বারবার।