![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে এত কথার ভাঁজে কথা-
এই যে জমাট গান-
তার সুরেতে বাঁধলে তোমায় আমি,
তুমিও কিন্তু বেঁধো !
এই যে এত হাসির স্রোতে ভাসা-
হাস্যমুখর দিন !
তোমার জন্যে কাঁদলে শ্রাবণশেষে,
তুমিও একটু কেঁদো !
এই যে এত তোমার চোখে চোখে
আমার আঁকা ছবি-
যেদিন আমি ফুরিয়ে যাবো
আমার হয়ে এঁকো..
এই যে শুকল-পক্ষ ঢালা আলো
এই জোছনায় আজ-
তোমায় আমি 'তুমি' ডাকলাম
তুমিও কিন্তু ডেকো !
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: কান্নাবতীকে নিয়ে লেখা কবিতাটা সুন্দর কিন্তু কান্নাবতী কেনো? শুধু কাঁদে নাকি সে!!!
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা
+++++++
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
খাঁজা বাবা বলেছেন: ভাল লাগল
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
জনৈক অচম ভুত বলেছেন: কান্নাবতীর প্রতি আহ্বান ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।