নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশ অগ্রণী সৈনিক উপেজেলা টেকনিশিয়ান

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

ডিজিটাল বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্যাটাগরিতে যারা অক্লান্ত

পরিশ্রম করছেন তাদের মধ্যে অন্যতম বাঙ্গালী জাতির জনকের কন্যা

বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” এবং মন্ত্রণালয়ের উদ্ধোর্তন

কর্মকর্তা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাবৃন্দ।



জেলা পর্যায়ে আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার এবং উপজেলা পর্যায়ে টেকনিশিয়ানবৃন্দের অক্লান্ত পরিশ্রমে “জাতীয় তথ্য বাতায়ন” থেকে শুরু করে ডিজিটাল বাংলাদেশ গঠনের সব কয়টি কন্টেন্ট আজ জনগনের হাতের নাগালে।



বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় তথ্য বাতায়নের শ্রেষ্ট সম্মাননা পুরুষ্কার

অনুষ্টানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ্কার দেয়া হয়েছে।

বিভাগ পর্যায়ে সারাদেশ থেকে ১ টি এবং জেলা পর্যায়ে ৪ টি , উপজেলা পর্যায়ে

সারাদেশ থেকে ৩ টি এবং ইউনিয়ন পর্যায়ে ৭ টি ইউনিয়ন কে পুরুষ্কার দেয়া হয়।

উপজেলা পর্যায়ে সিলেট সদর উপজেলা কে শ্রেষ্ট সম্মাননা পুরুষ্কার দেয়া হয়েছে।



উপজেলা পর্যায়ে সরকারী অফিসের “জাতীয় তথ্য বাতায়ন”

পেইজটির লিংক এবং সবকয়টি ট্যাবসহ তাদের কম্পিউটারের

প্রাথমিক অসুস্থতার চিকিৎসা টেকনিশিয়ানরাই করে থাকেন।



ইউনিয়ন পর্যায়ে “জাতীয় তথ্য বাতায়ন” অনেকাংশ কাজই টেকনিশিয়ানরা

করে থাকেন। এছাড়াও দ্রুতগতির পত্র প্রেরণ সহ মনিটরিং টুলে রিপোর্ট পাঠানোর

কার্যকর ব্যবস্থাসহ ইউনিয়ন পর্যায়ে অনেক কাজই টেকনিশিয়ানরাই করে যাচ্ছেন।





জুবায়ের আহমদ

টেকনিশিয়ান

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

সিলেট সদর,সিলেট।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

মোঃ ইউসুফ আলম বলেছেন: ভালু হইছে বস। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.