![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন মানুষ।
রাস্তার এক পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত ছিলাম।
বিপরীত দিকে একটি মেয়ের চোখের ইশারায় দাড়িয়ে পড়লাম।
অনেক্ষণ অপলক দৃষ্টিতে চোখাচোখি হল।
এই স্বল্প সময়ের চাহনীর আলাদা একটা নামকরণে আর্ভিভুত হল।
জানি এটা কখনই প্রেম বলে সম্বোধন করা যাবে না।
তারপরও হৃদয়ে আকুতি গুলো কেন জানি প্রেমের দিকেই ছুটে চলল।
সেই মুহূর্ত থেকে প্রেম শব্দটির অর্থ খুজতে ছুটে চললাম ওর সাথে।
অনেক্ষণ ওকে ফলো করলাম, এবং পিছন পিছন ছুটতে শুরু করলাম।
হেটে এবং রিক্সায় ওর বাসা পর্যন্ত পৌছলাম।
মেয়েটি ভীতরে প্রবেশ করার পর ওর অভিভাবকের সন্ধান শুরু করলাম।
অভিভাবক খুজে পাওয়ার পর এই যাবত ঘটে যাওয়া সমস্থ কিছু খুলে বললাম।
অভিভাবক শুধু একটা কথাই উচ্চারণ করলেন।
"হায়"
এভাভেই প্রতিদিন অনেক কিছু ঘটে যায়,
ঘটে যাচ্ছে, ঘটে যাবে।
তাই আমরা এই সব ফালতু চোখাচোখিকে নিয়ে কল্পনায় নীড়
বাধা থেকে এবং এরকম কর্মকান্ডের শাস্তি স্বরুপ মেয়েটির অভিভাবকের সাথে
কথা বললাম।
অবশেষে মেয়েটির ভুল স্বীকার করায় আমি বেরিয়ে পড়লাম নিজের ঠিকানায়।
মেয়েটির সেই মলিন মুখটিকে আজ বড্ড দেখতে ইচ্ছে হচ্ছে।
শুনেছি ও আজ অনেক বড় মাপের ব্যাক্তিত্বের অধিকারীনি হয়ে গেছেন।
মন থেকে ওকে ভলছি -
ভাল থেকো স্বল্প সময়ের সেই বান্ধবীঠি।
©somewhere in net ltd.