![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন মানুষ।
অনেক যুক্তি আর উক্তি নিয়েই বর্তমান সময়ের পথচলা।
তারপরও এই সব যুক্তি এবং উক্তির মিছিলে নিজেকে একজন সফল মানুষ হিসেবে উপস্থাপন করার সর্বাত্মক প্রচেষ্টায় হৃদপীন্ডটি কাজ করে চলছে প্রতি নিয়তই।
পহেলা বৈশাখের সেই ন্যাক্কারজনক কর্মটি প্রতি নিয়ত ই আমার হৃদয় কে ব্যতিত করে যাচ্ছে। সামন্য কয়েকটা পশুত্বের অধিকারী লোকের জন্য আজ পুরো পুরুষ জাতির প্রতি ঈর্ষা তৈরি হচ্ছে। এই সব নোংরা মন মানুষিকতার অধিকারী পুরুষদের ধিক্কার এবং কোঠর শাস্তির
জন্য উপর মহলের প্রতি আহবান থাকল ।
বাংলা সন সম্রাট আকবর আমাদের জন্য দারুন একটা সাল নিয়ে এসেছিলেন। কিন্তু সময়ের শ্রুতে বাংলা সনের শুরুর দিনটি আজ প্রচন্ড বিরক্তিকর হয়ে উঠেছে। দিনটিকে আমরা যদিও আনন্দকর মনে করি, কিন্তু আমার মতে দারুন ফাইজলামির একটা দিন বলা যায়
পহেলা বৈশাখ কে। ফাইজলামি বলার যুক্তিকতা খুজলে আমার কাছে অনেক কারণ দাড়ায়। আমরা সবাই এই সব নোংরামি কর্মকান্ডগুলো অনুধাবন করি বিকেলে বাসায় ফিরার পথে। বাঙালি জাতিকে কেন জানি বার বার বলতে ইচ্ছে হয়, শুধু একটি দিনকে আনন্দকর, এবং উতসবের
চিন্তা না করে প্রতিটি দিনকে আনন্দকর চিন্তা করুন।
শ্রেষ্ট মানুষগুলোর সাথে পরিচয়ে ও মাঝে মধ্যে হৃদয়ের ভীতরটায় আলাদা ভাল লাগার তৈরি হয়। কেন জানি বারং বার মনে হচ্ছে নিজের অভিজ্ঞতার ঝুলিটা আরেকটু সম্প্রসারিত হচ্ছে কৃতিত্বের অধিকারী মানুষজনের সান্নিধ্য পেয়ে ।
সময়ের এই লগ্নে এসে ঠিকই অনুধাবন করছি আমরা আসলেই মরিচাকার উপর দাড়িয়ে আছি। আমি আমাকে নিয়ে বলছি না, জীবন নিয়ে বলছি ।
সত্যি জীবনের মরিচিকাময় অধ্যায়গুলো বড়ই অদ্ভুত প্রকৃতির হয়।
তারপরও আমরা মরিচিকাকে পেছনে ফেলে নির্দিষ্ট গন্থব্যে উপস্থিত হই আপনমনে। আর কল্পনায় ঘুরপাক খাওয়া বাস্তবতাকে ভূলে গিয়ে নির্দিষ্ট বাস্তবতার দিকে ধাবিত হই। এই বাস্তবতার সাথে বর্তমান বাস্তবতার পার্থক্য অনেক।
সবগুলো পার্থক্যকে সমন্বয় করে নিজেকে তৈরি করছি নতুন ভাবে।
সবগুলো বাস্তবতা এবং অবাস্ততাকে মেনে নিয়ে নতুন উদ্যমে ছুটে চলছি একই সাথে। আমি, তুমি, আমরা নিজস্ব চিন্থা চেতনাকে সামনের দিকে অগ্রসর করে নিজের নির্দিষ্ট অবস্থান অলংকৃত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব ।
শাস্তি এদের হবেই, আজ না হয় কাল ।এই সব নোংরামির শাস্তি পাবেই।
©somewhere in net ltd.