নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

চিন্থা চেতনায় আজ ভাঠা পড়ে চাচ্ছে।

১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৩

মানুষ জাতি সভ্যতার সবদিক পর্যলোচনা করে চিন্থা চেতনাকে নিজেদের সবচেয়ে খারাপ অবস্থানের দিকে নিয়ে যাচ্ছি।
সবাই নিজেদের কথা চিন্থা করতে করতে ভাল মন্দের পার্থক্য থেকে অনেক ধূরে সরে যাচ্ছে।
পৃথিবীর সমস্থ চালাক মানুষগুলো বুদ্ধিসত্ত্বা প্রয়োগ করে নিজেদের লোকের সাথে।
নিজেকে চালাক প্রমাণ করার যত ক্রিয়া কৌশল প্রয়োগ করবে তা চিন্থা করতে করতেই আজ মস্তিষ্কের বারটা বাজাচ্ছে।
মানুষের আচরণ বিধিতে আজ হিটলারের ছায়া ছড়িয়ে পড়ছে।
নিজেকে মনে করছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানের একজন।
আর সেই বুদ্ধিদীপ্তকে কাজে লাগিয়ে অশান্তীর চুড়ান্ত দামামা ফুঠিয়ে তুলছে প্রত্যেকটি চালাক বুদ্ধিমান
পরিবার গুলোর মধ্যে। একসময়ে বুদ্ধির ফুয়ারা ছাপিয়ে গেলে শুরু হয় আশান্তির কালো লোকমা।
আর তখন একে অন্যের উপর দোষারোপ, পৃথিবীর প্রতি ঘৃণা, মানুষের জনের প্রতি অশস্তি সব
কিছু ভালভাবে নিজের আয়ত্বে চলে আসলে শুরু হয় মন খারাপের নতুন নতুন সব ইস্যুগুলো।

আমরা ফিরে আসবো বুদ্ধিমান হিসেবে তৈরি করার সকল ক্রিয়া কর্ম থেকে।
নিজেকে তৈরি করবো সব কিছুকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার প্রক্রিয়ার মাধ্যমে।
আমরা বুঝার চেষ্টা করব, পৃথিবীতে স্রষ্টা পাঠায় নি শুধু বুদ্ধিমত্তাকে বিজয়ী করার জন্য।
স্রষ্টা যে উদ্যেশে পাঠিয়েছে তা পূরণ করতে নিজেকে সর্বোচ্চ উজাড় করে দেয়ার প্রচেষ্টা চালাব
সরল পন্থায়।

চালাক হতে গিয়ে নিজের সমস্থ চিন্থা চেতনা কে খারাপ না করাটাই মনে হয় চুড়ান্ত বুদ্ধিমত্বার
পরিচয়। আর সেই বুদ্ধিমত্বাকে নিজের পাজরে যতভালে ভাবে সাজিয়ে রাখতে পারবেন ততই নিজের নির্দিষ্ট বাগানটিতে
ফুলের স্বু-ঘ্রাণ ভাল ভাবে ছড়িয়ে পড়বে। তাই এই ঘ্রাণ কে স্থায়ীত্ত্ব দিতে আজ থেকে সকল বুদ্ধিমানের উচিত চালাক হওয়ার সমস্থ
বাসনা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে পৃথিবীতে নিজের বাগানের ফুলের সৌরভ সবার নাকে পৌছে দেই এবং মন থেকে বলি
আমি বুকা থেকেই শ্রেষ্ট আছি, শ্রেষ্ট থাকব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.