![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন মানুষ।
ঈদের আগের দিনের আড্ডাটায় একটু দেরি হওয়ায়
বিছানা পর্যন্ত যেতে অনেক রাত হয়েছিল।
সেই সাথে বন্ধুর মামির মেডিকেল ভর্তি হওয়ার
খবর শুনায় ও নিন্দ্রাটা আরেকটু দূরে চলেগেল।
রাতটা গভীর হওয়ায় মেডিকেল যাত্রাপথের সঙ্গি
হতে পারি নি বলেও চোখের পাতা বন্ধ করতে ও কষ্ট হচ্ছিল।
অলসতার চুড়ান্ত পর্যায় আসায় কখন জানি ঘুমিয়ে পড়লাম।
ঈদের দিন বলে খুব ভোরে ঘুম থেকে উঠলাম।
ঈদের নামাজ এবং যথারীতি কার্যাবলি সেরে দ্রুত মেডিকেলের উদ্যোশে
বেরিয়ে পড়লাম।
সেখানে গিয়ে দেখলাম, ঈদটা আসলে সবার জন্য আনন্দের না।
এরকম কিছু সেক্টর কে বরাবরই স্যালুট করতে ইচ্ছে হয়।
তাদের বলতে হচ্ছে ঈদ শুভ হউক।
রোগির অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল থেকে বেরিয়ে গন্থব্যহীন ভাবে
হাঠা শুরু করলাম প্রিয় বন্ধুটির সাথে।
আসলে সৌভাগ্য বসত ঈদের দিনের কার্যাবলি স্ব-চক্ষে দেখে
হাঠতে হাঠতে কখন জানি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক প্রান্তে উপস্থিত হলাম।
বৃষ্টি আসায় আশ্রয় খুজতে গিয়ে ভূল যায়গায় গিয়ে দাড়ালাম।
সবাই গল্পে ব্যাস্থ, অনেকদিনের গল্প, অনেকদিনের চাহনী, অনেক অনেক
কল্পনা এদের প্রত্যেকের চেহারায় ফুঠে উঠছে।
এখানে আমাদের দারুন অসস্তি বোধ হলেও বৃষ্টি আমাদের অনেক্ষণ
দাড় করিয়ে দৃশ্যগুলো উপভোগের সৌভাগ্য তৈরি করে দিয়েছিল।
ঈদের আন্দকে ভুল পথে কাজে লাগানো সেই সব মানুষগুলোর কাছ থেকে
বিদায় লগ্নে শুধু একটি কথায় মনের ভিতর উচ্চারিত হল ।
ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ফুঠিয়ে নিজেদের আত্মশুদ্ধির চিন্তা চেতনা জাগ্রত হউক।
©somewhere in net ltd.