![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতো বড় বৃত্তের মতো গোল চোখের
কোটর,
ঝুলবারান্দায় পা ভাঙা ক্যাকটাসের
শেকড়েই পেঁচালো।
নমুনায় জংলী মটর গাছ।
বাক্স আকৃতির চৌকো গ্রিলের ওপর
সেই
পিলে চমকানো বিজলিবাতির
শোরগোল,
আর কটকটে লালরঙা টবটা আছে তবু ঠাঁয়
দাড়িয়ে;
রোদ আর ঘুনেপোকার সিকিভাগ
আড়ালে,
পুরনো পত্রিকায় অগুনতি ভাঁজের
উঁকিঝুঁকি;
হেডলাইনগুলি চুপিচুপি কেবিনেটে
জড়ো হয়।
শতরঞ্জির মস্তিষ্কে লোহার হুক,
দাপুটে এক অভিনেতা;
কেবল পান্ডুলিপি হাতে নেই।
আরামকেদারার কাঁধ ভেঙে নুয়ে
পড়েছে
লেদারের পলেস্তার,
একপেশে দুলছে বোধহয়।
কার্নিশভর্তি বুনো শব্দ,
সোৎসাহে অট্টহাসি ছোঁড়ে;
ক্যালেন্ডারের ফুলেল পাতায়।
মেঝেতে আনাড়ি হাতের অদ্ভুতুড়ে
স্কেচ,
আহামরি আঁকাঝুকি ;
তক্ষুনি বুঝি বিস্ফোরণমুখী।
শাশ্বত চেনা দৃশ্যপট,
সব চেয়ে দেখছে ওই পুরনো উত্তরীয়।
জবাবে ক'টি সাদা ধুতুরার অকাল প্রয়াণ।
০৭ ই মে, ২০১৮ রাত ১০:৩৪
ইতল বিতল বলেছেন: ব্লগপোস্টের মন্তব্য হচ্ছে তার অলঙ্কার। অন্তত আমার তাইই ধারনা।
তাও আবার প্রথম পোস্টের মন্তব্য পেয়ে ম্যালা খুশী হয়ে গেছি
স্বাগতম সাদরে নিলাম।
আপনার দীর্ঘায়ু কামনা করছি।
ভালো থাকবেন সবসময়
২| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম
৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা, শিরোনামটাও খুব সুন্দর!
প্রতিটি স্তবকে পৃথক পৃথক দৃশ্যপট, সত্যিই বড় অনুপম সৌন্দর্যে এঁকে গেছেন।
এ ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়তে এখানে এসে কবিতাটি পড়ে মুগ্ধ হ'লাম। কবিতায় ভাল লাগা + +।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!