নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেখেয়ালে দু কলম লেখা এক হলদে পাতায় জড়ো করে যাই।

ইতল বিতল

ইতল বিতল › বিস্তারিত পোস্টঃ

অযুহাত

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১

প্রতিদিন ভোরে ফজর পড়েই এক ছুটে
রান্নাঘরে গিয়ে ঢুকি।আধেক ফোটা
আলোর সকালে সাদামাটা
লিকারের চা না হলেই নয়।তবে চুলায়
আগুন জ্বালানোর কালে ম্যাচের
কাঠি পোড়া বারুদের গন্ধটাও
ভাল্লাগে।চা তো কেবল অযুহাত
মাত্র।


ক্লাসে যাবার পথে ফারক রোডের
মোড়টাতে দাঁড়িয়ে অহেতুক সময়
কাটাই।একের পর এক ভীড়ে ঠাসা
'শিকড়' আর 'ট্রান্স সিলভা'র মাথা
ঝাঁকিয়ে চলে যাওয়া দেখি।তবে
'বিকল্প'র মোটামুটি ফাঁকা বাসটার
জানলার ধারে বসে রোদ-বৃষ্টির
জার্নিটাও ভাল্লাগে।সময়জ্ঞ
ানহীনতা তো কেবল অযুহাত মাত্র।


ডিপার্টমেন্টের বন্ধুদের তুমুল আড্ডায়
একরাশ নীরবতাকে নেমন্তন্ন জানাই।এ
জন থেকে ও জনে শব্দের কাড়াকাড়ি
টের পাই।তবে ওদের মাঝে থেকে
এতোসব হৃদ্যতার আড়ালের খুঁতটা খুঁজে
পেতেই ভাল্লাগে।'টায়ার্ড আছি
রেহ' এমন বুলি ছোঁড়া তো কেবল অযুহাত
মাত্র।


হুযুগে পড়ে মরচে পড়া কোন এক অখ্যাত
গান বিরতিহীন শুনতেই থাকি।সেই
হপ্তায় ফেভারিট প্লেলিস্টের বাকি
সব কটা গান বেমালুম গায়েব করে দিই।
তবে লিরিকটার প্রতি শব্দে নিজেকে
মেলাতেই ভাল্লাগে।'আগে শুনিনাই'
বলাতো কেবল অযুহাত মাত্র।


মন অতিরিক্ত মাত্রায় ভালো কিংবা
টর্নেডো পর্যায়ের খারাপ থাকলে
বেশ আয়োজন করে রাত্তিরের
অনিদ্রাযাপন করতে লেগে যাই।তবে
অন্ধকারে খেপাটে ভুতের দেখা
পেতে ভাল্লাগে।'অনিদ্রা' কেবল
অযুহাত মাত্র।


তবে তো,বেঁচে থাকার অযুহাত ওই এক রত্তি অক্সিজেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.