![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ন্যানোসংখ্যার মেমোরিতে
ছায়ারঙ দাবা খেলে,হাঁটু গেঁড়ে ঘুটি
চালে বেজোড় আঙ্গুলে।
কুঁজোবুড়ির সাদা থানে আঁকা মোটে
বত্রিশ কালো বর্গ।
আগ বেড়ে সৈন্যসামন্ত বর্গের খোপে
তলোয়ার খুইয়ে বসলো।
বেরসিক কুইন নিমিষেই
কিস্তিমাত,কুঁকড়ে মুকড়ে সয়লাব।
লিকলিকে কাসলিং তার কঙ্কালে
ঝুলে থাকে এই বহুদিন।
ব্যবচ্ছেদ জানান দেয়,কুঁজোবুড়ি
কস্মিনকালেও দাবাড়ু ছিলো না।
সে তো এক ইয়াং লেডি।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫
ইতল বিতল বলেছেন: সামুতে আমার কোন ব্লগ পোস্টে প্রথম কমেন্টটা আপনার।
পোস্ট পড়ার জন্যে ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্যতিক্রমী ও সুন্দর কবিতা। শুভকামনা থাকলো।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: দাবা খেলতে খুব ভালবাসতাম । এখন আর খেলিনা । দাবা খেলার কথা মনে পড়ে গেল । তবে দাবা খেলার শেষ কথা চেক এন্ড মেট ।
সুন্দর কবিতা ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৪
ইতল বিতল বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ও সেলিম আনোয়ার, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২
হামিদ আহসান বলেছেন: ভাল লাগল কাব্য ......