নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেখেয়ালে দু কলম লেখা এক হলদে পাতায় জড়ো করে যাই।

ইতল বিতল

ইতল বিতল › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেমতোন

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

একটা রাত কিনি,
ঝিঁঝিঁগুলোর ডাক আমার হয়ে যাক।
একটা দুপুর দেখি,
হলদেটে রোদ
খেয়ে নিক
আমার আলসে বোধ।

কিংবা টলমলে পায়ে যখন হাঁটি,
দেখতে কি পাই
ছকে বাঁধা ভবিষ্যত।
পঞ্চান্ন কি ষাটের আয়ু,
শোকেস ভর্তি মেডেল,
রঙচঙা বায়োগ্রাফি,
আর কিছু তো নাই।

তবে আমার চাই কিছু দুর্দান্ত দিন।
দিনগুলিন হবে বিশাল আয়তনে সবুজ
প্রাণের এলিবাই।

শেষ চিহ্ন খুইয়ে বসবে রুক্ষতার তকমা।
তখন সফেদ সাদা বকপাখি হলেই বা ক্ষতি
কি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

হামিদ আহসান বলেছেন: ভাল লেগেছে ........

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

ফিওনা বলেছেন:
বেশ কয়েক বছর পর ফিরলাম বলগে। এতো সুনদোর একটা কবিতা দিয়ে পাঠ শুরু করতে পারলাম বলে ধন্যবাদ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

ইতল বিতল বলেছেন: @হামিদ আহসান, ধন্যবাদ।


@ফিওনা,সামুতে আমি একেবারেই নতুন।এতো সময় বাদে ব্লগে ফিরে এমন আনাড়ি কিছু আপনার ভালো লেগেছে জেনে ভাল্লাগলো।অনেক ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতায় ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

ইতল বিতল বলেছেন: কথাকথিকেথিকথন,মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৩৫

ইতল বিতল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ। :)

ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.