![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কোন দিন ঘ্যাঁতঘোত শব্দে জীবন
চলে।
সেদিন আধমরা ইমোশনের জন্মদিন,নিভু
আলোর ফুঁৎকারে রাতজাগা রাত্রিরা
নেমন্তন্ন পায়।
তৎক্ষণাৎ এক থলে তারা আপনাতেই মূর্ছা
যায়।
আর তাই দেখে চাঁদের বুড়ি হাততালি
দেয়।
দেবেই তো,আজ যে ইমোশনের জন্মদিন।
কোন কোন দিন হতচ্ছাড়া সময়গুলিন
আবডালে দোল খায়।
বিশাল সেই বটগাছের প্রাচীন শেকড়ে কতো প্রসঙ্গ যে জট বেঁধে আছে।
ছেলে বুড়ো প্রেমিকারা হেসেই খুন।
এই বুঝি তোমার গল্প।
ইঞ্চি দুয়েক ফাঁক রেখে
এজন থেকে ও'জনে চিমটি কাটে।
কাটবেই তো, আজ যে ইমোশনের জন্মদিন।
কোন কোন দিন সূর্যের দিনলিপিটা দিব্যি গড়িয়ে চলে।
যেই না ডেইলি রুটিন তার খোপে এঁটে বসলো,
ওমনি চোখের পাঁপড়িসব জলকেলি খেলায় ব্যস্ত।
কি জানি বাপু,
সুখী সুখী প্রাণগুলো অসুখ বাঁধাতে তখনো মত্ত।
হবেই তো,আজ যে ইমোশনের জন্মদিন।
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
ইতল বিতল বলেছেন: @হানিফ রাশেদীন,আপনাকে শুভেচ্ছা।
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
ইতল বিতল বলেছেন: ধন্যবাদ,ভাই।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪১
ইতল বিতল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।