![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
windows ৭ নাকি ৮, আপনি কোনটা ব্যবহার করবেন?
-যদি আপনি সম্প্রতি নতুন একটা কম্পিউটার কেনেন হয়তো আপনি উইনডোস ৮ ব্যবহার করবেন, কারন এটি মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম, যেটা এসেছিল ২০১২ তে। এর আপডেট ৮.১ এবং ৮.১ প্রো ও বাজারে চলে আসছে।
-এদিকে windows ৭ পাওয়া যায় ২০০৯ থেকে। দ্বিধাদন্দে আসলে তারায় পড়েন যারা অনেক আগে থেকে windows ৭ ব্যবহার করেন।
তাহলে আসুন আমরা দেখি নতুন কি আছে windows ৮ এ-
-সবথেকে বড় যে পরিবর্তনটা আমরা দেখতে পায় সেটা হল, যখন আমরা কম্পিউটার লগ ইন করি windows ৮ এ স্টার্ট স্ক্রিন দেখা যায়, যা METRO নামে পরিচিত।
-আইকনের পরিবর্তে নতুন START স্ক্রিনে TILES আছে। অ্যাপস ওপেন করার জন্য, এটাতে ক্লিক করতে হয়।
-আপনি যদি একটি নির্দিষ্ট TILES খুঁজে না পান, তাহলে স্ক্রিনের নিচে মাউসে রাইট বাটন ক্লিক করে ALL APPS পাওয়া যায়।
প্রয়োজনীয় অ্যাপস APPs STORE থেকে ডাউনলোড করা যায়, এগুলো windows ৭ এর মতো ওপেন হয়।
-windows ৮ এর DEFENDER নামে অ্যান্টি ভাইরাস আছে; যা আপডেট করা যায়।
-windows ৭ এ windows Live mail ছিল, অন্য দিকে windows ৮ এ নতুন আপডেট mail অ্যাপ আছে। নেট ইউজ করতে windows ৭ এর থেকে ৮ এ একটু বেশি মজা পাওয়া যায় বেশিরভাগই তাই মনে করে।
-windows ৮ এ Internet Explorer 10 দেওয়া আছে। যেটা windows ৭ এ কম ভার্সনে থাকতো।
-সব দিক থেকে বিচার করলে windows ৮/৮.১/৮.১/৯/১০ প্রো এর পারফরমেন্স windows ৭ এর থেকে ভালো।
-তবে কিছু সাইট এবং গেম windows ৮ এর থেকে windows ৭ এ ভালো পারফর্ম করে। কারণ windows ৭ এ আছে হাই-কম্পাবিলিটি। তাছাড়া windows ৭ এ অনেকে কাজ করে মজা পান। যদিও T3 ম্যাগাজিন windows ৭ কেই বেশি রেটিং দিছে। যাইহোক এটা সত্য, ব্যবহার অনুসারে কেউ কেউ windows ৭ এবং কেউ কেউ windows ৮ কে বেশি পছন্দ করেন।
-এখন আপনারা বিবেচনা করুন, কোনটা আপনারা ব্যবহার করবেন, আপনার প্রয়োজন অনুসারে?
পরবর্তী ভার্সন গুলো অবশ্যই সব দিক থেকে নতুন ফিচার আছে। যা আপনার কাজকে সহজ করবে।
windows ৭ নাকি ৮/৯/১০?
লেখাটা পূর্বে আমার টেকটিউনসে প্রকাশিত।
- আইটিসরদার ডট কম
২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
ইমরান তপু-সরদার বলেছেন: আসবে তো, মানুষের জিজ্ঞাসা আছে তাই, তাই আলোচনা করলাম।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২
মিজভী বাপ্পা বলেছেন: ঐদিন রেটিং দেখলাম এখনো বিশ্বের ৫৩% কম্পু ইউজার জানালা ৭ ইউজ করে। এরপরেও এক্সপির যদি কোন ওএস জায়গা করে নিতে পারে সেটা হল জানালা ৭। তবে পিসি আপগ্রেডের পর জানালা ১০ ইউজামু
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০
ইমরান তপু-সরদার বলেছেন: কথা সত্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
আজকের বাকের ভাই বলেছেন: ভাই ৯ ভার্সন কই পাইলেন?