![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমার দিকে তাকিয়ে ছিলাম
তুমি জানো না!
তোমার মিষ্টি কথা গুলো আমি শুনিছিলাম
তুমি জানো না?
তুমি ভালো আছো কিনা জানতে খুব ইচ্ছা ছিল
তুমি তো তাও জানো না।
তুমি কি জানো
তোমাকে আমি ভালোবাসি।
না! সে কথাটাও তুমি জানো না।
আমি তোমাকে যেদিন প্রথম দেখি
স্কুলের মাঠটাতে
সেদিন থেকেই
তোমাকে দেখলেই আমার মনে
আনন্দের নহর বয়ে যায়।
তোমার সাথে যদি না হয় ভালোবাসা,
তারপরও আবেগ নয়,
আমি সত্যি অনেক ভালবাসি তোমায়।
(তোমার সাথে প্রথম কাঁধে কাঁধে রাখার গল্প)
আমরা বাংলাদেশী ব্লগার। কিন্তু আমরা বাংলাদেশিরা ব্লগিং এ ব্যর্থ কেন জানেন? এ টু জেড দেখুন। সাথে সফল হওয়ার টিপস।
--আইটিসরদার ডট কম
©somewhere in net ltd.