নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

আজ থেকে আমি একজন নিরাপদ ব্লগার। ভাবনা আমার আকাশ ছোঁয়া।

১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:১৮

সামহোয়‍্যার ইন...ব্লগ হল আমার জীবনের শ্রেষ্ঠ ব্লগ। জীবনের পরিপূর্ণ সকল লেখা নিয়ে এতো সুন্দর শিক্ষণীয় ব্লগ তাও আমার প্রাণের বাংলা ভাষায়, আসলে ভাবতেও অবাগ লাগে!
ব্লগ মানে মনের সকল ভাবনার শ্রেষ্ঠ শেয়ারিং দুনিয়া।
এতো সুন্দর নিয়ম-কানুন অন্য কোন জায়গায় আছে কিনা সন্দেহ।
আমি তো সামহোয়‍্যার ইন...ব্লগকে বাংলার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলে সম্বোধন করি।

এতো গোছালো পরিবেশ, শিক্ষা, ঠিক যেন আমার বাংলা ধন্য।
ধন্য সেই সব ভাষা শহীদ, যারা এই বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন।
আমরা পেরেছি কিছুটা তাদের ঋণ শোধ করতে।
ধন্য আমি নিজেও ধন্য।
অনেক অনেক ধন্যবাদ সামহোয়‍্যার ইন...ব্লগকে। :|
আমার কথাঃ
আমি আসলে টেক ব্লগিং করি ইংলিশে। সবসময় চাইতাম, খুব গোছালো একটা বাংলা ব্লগ থাকতো, যেখানে আমি আমার প্রাণের ভাষা বাংলায় লিখবো।
আজ আমি পূর্ণ, আমি ধন্য।
আমার পাওয়াঃ
শিখছি, শিখছি এবং শিখছি।

সামহোয়‍্যার ইন...ব্লগে আমি বাংলা ব্লগিং নিয়ে একটা লেখা দিছিলাম, আবারও পড়বেন আশা করি, লেখাটা- আমরা বাংলাদেশী ব্লগার। কিন্তু আমরা বাংলাদেশিরা ব্লগিং এ ব্যর্থ কেন জানেন? এ টু জেড দেখুন। সাথে সফল হওয়ার টিপস।

সামহোয়‍্যার ইন...ব্লগে আমার অভিজ্ঞতা নিয়ে আমার নিজস্ব একটা ব্লগ তৈরি করছি। দেখবেন আশা করি। আমার ব্লগ
-- আইটি সরদার (একজন গর্বিত নিরাপদ ব্লগার)
X(

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

কাহাফ বলেছেন:
অভিনন্দন জানাই অাপনাকে.......।!!!

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৩

শৌর্য দীপ্ত সূর্য বলেছেন: ভালো লাগলো

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৪

শৌর্য দীপ্ত সূর্য বলেছেন: ভালো লাগলো

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৩

খেলাঘর বলেছেন:

রশি ছিঁড়ে পালায়েছেন?

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২১

কুকরা বলেছেন: একসময়কার বিখ্যাত সামহোয়‍্যার ইন বর্তমানে একটা ফ্লপ ব্লগ।
একচোখা মডুদের ক্রমাগত ব্যর্থতাই এর জন্য দায়ী।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

ইমরান তপু-সরদার বলেছেন: সব কিছুর পরেও, এটা সার্থক ব্লগ বাংলা ভাষায়। এটা বলার অস্বীকার রাখে না।

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৬

তুষার কাব্য বলেছেন: হেপি ব্লগিং...

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

লেখোয়াড় বলেছেন:
শুভ ব্লগিং।
আপনার সফলতা কামনা করি।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: অভিনন্দন !:#P

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন:



অভিনন্দন ... তা সেফ হওয়ার পার্টি কবে হচ্ছে :)
!:#P !:#P !:#P

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ। দিবো দিবো ভাই। B-)) :-* দোয়া রাখেন।

১০| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

কলমের কালি শেষ বলেছেন: সেইফ মোবারক । শুভ কামনা । ;) ;)

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ। X(

১১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

 বলেছেন: অভিনন্দন !:#P !:#P !:#P

১২| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.