নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

আপনার ফোন কি অরিজিনাল? নাকি ক্লোন/ মাস্টারকপি!! খুব সহজে আপনি দেখে নিন।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

বাজারে এখন মাস্টারকপি ফোন আছে।

আসল ফোনের অনুরূপ, হুবহু একই। দেখে বোঝা মুশকিল।

এজন্য আমরা অনেক সময় ঝামেলাই পড়ি।

বেশি ঝামেলাই পড়ি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়। কারন এটি নন-ব্র্যান্ড বেশি হয়।

এজন্য আপনার ফোন অরিজিনাল কিনা দেখে কিনুন
কীভাবে-
প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে)
তারপর CHECK এ ক্লিক করুন।

অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)
Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির IMEI দিলে কিছু আসবে না।

এভাবে আপনি আপনার ব্র্যান্ডের ফোনের অরিজিনাল কপি সিলেক্ট করতে পারবেন। (তবে দিনে ৩ টার বেশি চেক করতে পারবেন না)

ধন্যবাদ সবাইকে।
ব্লগিং টিপস যারা চান তাদের জন্য আমার ব্লগ

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

ভিটামিন সি বলেছেন: গুড জব।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ। /:)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২০

রক্ত পলাশী বলেছেন: কাজের সাইট....। ভাল লাগলো ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

ইমরান তপু-সরদার বলেছেন: :|

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.