নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

আজ থেকে ঢাকার রাস্তায় গুগল বাস। কি হবে এই বাসে। জানুন কিসে কি বিস্তারিত?

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

আজ থেকেই চালু হতে যাচ্ছে ঢাকার রাস্তায় গুগল বাস।

কি হবে এই বাসে?

আগেই বলে রাখি এই বাস কোন যাত্রী পরিবহণ করবে না।

এই বাস সেবা ২০০৯ সাল থেকে ইন্ডিয়া তে চালু আছে, আর আজকে থেকে চালু হচ্ছে বাংলা দেশে।

গুগলের এই বাস মূলত উন্নত বিশ্বে বেশি পরিচিত। সেই সুবিধা এখন আমাদের নাগালে।

কি করবে এই বাস-
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগল কমিউনিটিস এবং গুগল হ্যাংআউট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিবে।
গুগল ঢাকার ৪০০টি কলেজ বিশ্ববিদ্যালয়ে গুগল বাস নিয়ে বিভিন্ন প্রযুক্তি সেবা দিবে।
এই বাস থেকে শিক্ষার্থীদের গুগল টুলস ও ইন্টারনেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
স্ট্রিট ভিউ প্রজেক্ট ঢাকার বাইরে সকল বিভাগীয় শহর এবং ১০০ টির মত ঐতিহাসিক এবং পর্যটন এলাকায় সম্প্রসারণ করা হচ্ছে এবং আরও হবে।
গুগল আউটরীচ প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরে সব শহরে উদ্যোগতা এবং ডেভেলপার পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।
কলেজ ও ইউনিভার্সিটির ৫ লক্ষাধিক ছাত্র ছাত্রীদের গুগল অ্যাপসের উপর প্রশিক্ষণ দিবে।
কি তাহলে উঠছেন তো গুগল বাসে?

প্রযুক্তি যখন এতো কাছে, তাহলে ব্লগিং বাংলা টিপস নিবেন না, নিয়ে নিন এই লিঙ্ক থেকে। :)

ধন্যবাদ দিয়ে জানান দিন গুগলকে আমরা আছি এই বাসে। শেয়ার করুন ফেসবুকে #googlebusbd এই ট্যাগে।

- আইটি সরদার ডট কম

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: গুগল কর্তৃপক্ষ তো কিছু জানাইলো না। জিমেইল তো তার একটা মেইল করতে পারতো। ভদ্রতা আছে না !!??


যাহোক ধন্যবাদ গুগল (Thanks Google )

২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

 বলেছেন: ধন্যবাদ গুগল :) :)

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কখন কোথায় থেকে কোথায় চলবে। টাইমিং কি???
এসবও জানান!

নইলে উঠব কি করে? ;)

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

স্বাধীন বাংলা বলেছেন: +

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

অপূর্ণ রায়হান বলেছেন: জেনে ভালো লাগলো ভ্রাতা :)

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

ইমরান তপু-সরদার বলেছেন: অফিসিয়াল ভিডিও টা দেখতে পারেন এই লিঙ্কে

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: যাত্রী পরিবহণ করবেনা - এমন বাস আমরা ঢাকার রাস্তায় চাইনা। আমরা যানজট মুক্ত শহরে স্বস্তির নিশ্বাস নিতে চাই।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর উদ্যোগ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.