![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যার ইন...ব্লগ বাংলাদেশের সর্বপ্রথম এবং সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ বাংলা ব্লগ, যেখানে বাংলাদেশের এবং সর্বোপরি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ব্লগারদের আড্ডাখানা।
আর সেদিন আমি সেই সর্বশ্রেষ্ঠ ব্লগের ফেসবুক ফ্যানপেজ দেখে অবাগ হয়েছি। সামহোয়্যার ইন...ব্লগের ফেসবুক পেজ তো ভেরিফাইড না, সেটা বড় কথা না ফ্যানসংখ্যা ২০,০০০। যে ব্লগে প্রতি মাসে ১ কোটি+ ভিজিটর আসে, তার ফেসবুক ফ্যানপেজ এমন হবে কেন?
বাংলাদেশের তথাকথিত চটি ও মিথ্যাখবর প্রকাশকারী কিছু পেজ দেখি লাখ লাখ লাইকার! তাহলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্লগের এই বেহাল দশা কেন?
আমি সহ সকল ব্লগার চাই কতৃপক্ষ এই বিষয়ে নজর দিক।
কীভাবে প্রমোট করবেন-
যারা এই ব্লগের ব্লগার এবং পাঠক সবাইকে বলছি, আপনারা আপনার ফেসবুক থেকে সামহোয়্যার ইন...ব্লগকে আপনার বন্ধুদের ইনভাইট করুন। তাঁরা হয়তো অনেকে এই ব্লগ সম্পর্কে জানে না, সামহোয়্যার ইন...ব্লগের একটা ফেসবুক ফ্যানপেজ আসে।
তাতে হয়তো আপনার বন্ধুরা আপনাকে ধন্যবাদ দিবে।
কীভাবে ইনভাইট করবেন-
আমরা সবাই জানি কীভাবে ফেসবুকে ইনভাইট করবেন।
তারপরও বলছি, যারা জানেন না তাঁরা দেখে নিবেন-
প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
তারপর সামহোয়্যার ইন...ব্লগ এর ফেসবুক এ চলে যান।
তারপর ফেসবুকের বা পাশে স্ক্রিনে দেখুন Invite your friends to like this page এ ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন-
তারপর নিচের ছবির মত অপশন থেকে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন।
পারলে পেজকে শেয়ার করে জানান দিন, আপনার সকল ফ্রেন্ডকে।
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সামহোয়্যার ইন...ব্লগ কে।
তাহলে আমাদের প্রাণের ব্লগের সামাজিক সেবা আরও ভালো হবে।
আমার একটা ছোট্ট পেজ আসে লাইক দিতে পারেন এবং আমার ব্লগ টা ঘুরে সুনির্দিষ্ট মতবাদ দিতে পারেন।
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
ইমরান তপু-সরদার বলেছেন: সবাই যদি সবার জায়গা থেকে ইনভাইট করে তাহলে কিন্তুে আমাদের প্রাণের ব্লগ সরব হবে।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট । আমিও বিষয়টা লক্ষ্য করেছি
৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য। আমি নিজেই এই পেইজ সম্পর্কে জানতাম না। নিজে লাইক দিলাম এবং লিস্টে থাকা অন্যান্য বন্ধুদের ইনভাইট করছি।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
সুমন কর বলেছেন: গুড শেয়ার।
৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২১
ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ সবাইকে। শেয়ার করুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: ফ্যানপেজে আমি আছি এবং আামর বন্ধ তালিকার প্রায় সবাই এই পেইজের আমন্ত্রন পেয়েছে। যাহোক বাসায় গিয়ে আবার ট্রাই করবো।