![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক দিচ্ছে নিত্য-নতুন সব দারুণ ফিচার। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফেসবুকের অবস্থান এক নম্বরে পাকাপোক্ত সারা জীবন।
তাদের নিত্য-নতুন ফিচার গ্রাহককে দিচ্ছে নতুন নতুন মজা। ফেসবুক ভিডিও শেয়ারিং হিসাবে পরিচিত হয়েছে বেশ আগে।
এবার তাঁরা দিচ্ছে ভিডিও কাস্টোমাইজ করার দারুণ সেবা। যা ফেসবুক বিশ্বকে নিয়ে যাবে নতুন মাত্রায়।
এই ভিডিও মূলত আপনার বন্ধুর জন্য থ্যাংকস জানানোর একটা জটিল মাধ্যম। খুব আলোড়ন তুলবে যে, তার ভবিষ্যৎ আগেই বোঝা যাচ্ছে।
কীভাবে কি করবেন-
প্রথমে আপনার ফেসবুকে লগ-ইন করুন।
তারপর facebook.com/thanks অথবা সরাসরি এই লিঙ্কে যান।
তারপর নিচের ছবির মতো পেজ আসবে-
সেখান থেকে আপনি আপনার যে বন্ধুকে থ্যাংকস জানাতে চান, সেই বন্ধুর নাম সিলেক্ট করুন।
নিচের ছবি দেখুন-
তারপর নিচের ছবি অপশন থেকে আপনি যে ছবি গুলা ভিডিওতে রাখতে চান, সেগুলো সিলেক্ট করে দিন। আপনি ইচ্ছা করলে নতুন কোন ছবিও অ্যাড করতে পারবেন।
তারপর দেখুন মজা, ফেসবুক নিজে থেকেই আপনার দুই বন্ধুর ছবি দিয়ে খুব সুন্দর একটি ভিডিও বানিয়ে দিবে।
তারপর শেয়ার করুন।
আমাকে ট্যাগ করতে পারেন।
এরকম আরও জানুন ফেসবুক এই পেজে লাইক দিয়ে। (প্রতিদিন আপডেট খবর)
অনলাইনের এই জয় জয় কার দিনে ইনলাইনে এক্সপার্ট হবেন এটাই স্বাভাবিক।
তাহলে হয়ে যান অনলাইন মাস্টার এই সাইটে ভিজিট করে। গোব্লগিং!
-আইটি সরদার ডট কম (http://itsardar.com)
©somewhere in net ltd.