![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন্যাশনাল জিওগ্রাফিকের বছরের সেরা অ্যাডভেঞ্চারার খেতাব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন বলেন, এই খেতাব আজীবনের।
বিশ্বজুড়ে এত বাঘা বাঘা দুঃসাহসিকদের মাঝে এক জন বাংলাদেশী আছে! এর চেয়ে গর্বের আর কি হতে পারে? গত একবছর যারা বিভিন্ন দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে তাদের সেরা দশজনের মধ্যে আছে ওয়াশফিয়া নাজরীন। এ বিশাল পৃথিবীর মধ্যে ক্ষুদ্র মানচিত্রটুকু উচিয়ে ধরেছেন। হোকনা আমাদের মানচিত্র টা ছোট, আমাদের হৃদয়টাতো অনেক বড়। সুযোগ এসেছে ছোট্ট মানচিত্রের দেশটা ও অনেক কিছুই করতে পারে। সুযোগ কাজে লাগান।
আমরা তো প্রতিদিন ইন্টারনেটে কত সময় অপব্যয় করি-
আসুন আমাদের দেশের জন্য Wasfia Nazreen কে বিজয়ী করতে বাংলাদেশকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরতে প্রতিদিন একটি করে ভোট দেই,
ভোট দেয়ার লিংক: এই লিঙ্কে যান ।
CNN নিউজে ওয়াসফিয়া নাজরীন, পড়ুন এবং শেয়ার করুন ।
বাংলায় ব্লগিং টিপস সমগ্র দেখতে ভুলবেন না ।
২| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
বলেছেন: ঠিক আছে, ভোট দেবো
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
ইমরান তপু-সরদার বলেছেন: শেয়ার এবং প্রিয়তে রাখতে ভুলবেন না। সবাই ভোট দিবো।
ব্লগিং এবং বিস্তারিত- http://itsardar.com
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
খেলাঘর বলেছেন:
ঠিক আছে, ভোট দেবো।