নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

কি দরকার এই প্রহসনের? প্রসঙ্গঃ প্রশ্ন ফাঁস।

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

কি দরকার PSc নামক প্রহসনমূলক পরিক্ষা নিয়ে
ছোট বাচ্চা গুলার অতি শাসনের মধ্যে রাখা,
আর নিতেই যখন হবে,
কেন প্রশ্ন ফাঁস??
X(
আপনারা চান না, বাচ্চা গুলো হেঁসে-খেলে বেড়াক।
বাংলাদেশ কতো হেয় হচ্ছে বিশ্বের কাছে জানেন? বাইরের মিডিয়া কি পরিমান ছোট করছে আমাদের জানেন? >:o
কয়েক বছর পর, আর বাংলাদেশ থেকে ভাল কোন দেশে ছাত্র নিবে বলে আপনার মনে হয়?
এসবের মানে হয়!?
কি দেশে বাস করছি আমরা!? আল্লাহ তুমি এই মাসুম বাচ্চাদের রক্ষা করো।
দরকার নেই আমার শিক্ষার।আমার জাতি অন্ধকারে থাক। :((

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:


আমার একটি অভিমত এখানে বলতে চাইঃ

পরীক্ষাহলে প্রশ্ন ৫ সেট আসবে, তারপর পরীক্ষারথীরা লটারী মাধ্যমে এক এক সেট প্রশ্ন পত্র নিয়া পরীক্ষা দিবে । প্রয়োজনে এই ৫ সেট প্রশ্ন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেয়া যেতে পারে।

ব্যাস প্রশ্ন ফাঁস সমস্যা চুকে গেল ।

কি বলেন ব্লগাররা ?

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৮

ইমরান তপু-সরদার বলেছেন: গ্রেট সমাধান।
আরও অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে।
দরকার শুধু স্বদিচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.