| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে সেই প্রথম দিনের কথা?
যখন প্রথম এসে তুমি পাশে বসেছিলে
কি লাজুক চাহনি
বুকের ভেতর দুরু দুরু-
আমি অনুভব করেছিলাম।
তুমি সেদিন ছিলে সদ্য ফোঁটা ফুল
ঠিক শেষ রাতের হাসনাহেনা-
আজ সেই তুমি কুঁড়িতে ডানা মেলছো।
কিন্তু তুমি
সেই সেদিনের পরীই রয়ে গেছো
আমি চোখ বুঝে দেখেছি।
কি!বিশ্বাস হয়?
মনে পড়ে,
ফাল্গুনে যখন শাড়ি পরে
আমার হাতে হাত রাখো,
চলো পাশাপাশি-
সেদিন তুমি যেন
বসন্তকে ছাড়িয়ে যাও।
এই অভিমা কীভাবে ভুলবো বলো?
খুব বলতে ইচ্ছা করে,
বসন্ত! তুই কেন এত মিষ্টিরে।
পড়ন্ত বিকেলে যখন অভিমান নিয়ে
তুমি অপেক্ষায় থাকো,
আমি কি যে কি ভাবি বলতে পারি না
শুধু এটুকু ভাবি
বাহুডোরে নিব তোমায়।
তাতে বিশ্ব অন্য দিকে যায়- যাক।
তোমার সবশেষ আলিজ্ঞন আমাকে আড়ষ্ট করে না
যতটা না করে গোধূলি শেষের চুম্বন।
পৃথিবীতে নষ্টামি চলে না
চলে না ভাবের দ্বিসত্ত্ব
তবুও কিছু কিছু সময়, মুহূর্ত এমনই
ভাবি ফিরে যাক নষ্টামি।
তবুও কেন জানি বলিতে আকুল থাকি,
তোমাকে আমি সব কিছু দিতে রাজি আছি
তুমি শুধু আমাকে তোমার দুষ্টামিগুলো দিও।
হে বসন্ত! হে ভোর! হে শেষ রাতের পাখি,
তুমি রয়ে যাও-
চির সাথী হয়ে।
© ইমরান তপু সরদার
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
ইমরান তপু-সরদার বলেছেন:
২|
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩১
ভিটামিন সি বলেছেন: প্রেম করার ইচ্ছাটা জাগিয়ে দিলেন তো!!
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪০
ইমরান তপু-সরদার বলেছেন:
৩|
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
ইমরান তপু-সরদার বলেছেন: কবিতা লিখতে আমি পারি নে, ভালো হয় না। তবে কিছু ভাবনা স্মৃতি সবার জন্য, তাই লিখে চলা। তবে এটা সাময়িক। আপনাদের ক্লান্ত করবো না
৪|
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: হে বসন্ত! হে ভোর! হে শেষ রাতের পাখি,
তুমি রয়ে যাও-
চির সাথী হয়ে।
বাহ। বেশ তো ।