নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবনকে রক্ষা করুন। সেভ সুন্দরবন।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

সুনদরবনের যে ক্ষতি হয়েছে তা আগামি ১০০ বছরেও স্বাভাবিক হবে না যদি না এখনি এই তেল পানি থেকে সরানো না যায়। আগামী ৭ দিনের ভেতরে সরাতে পারলে হয়ত আগামী ৫০ বছরের ভেতরে সব কিছু স্বাভাবিক হবে। নতুবা সুন্দরবনের প্রাকিৃতিক যে সেল গুলো আছে তা পুরুপুরি ভেঙ্গে যাবে এবং জীববৈচিত্রে দীর্ঘমেয়াদী প্রভাব কঠিন ভাবে ফেলবে। তাই এখনি উচিত ব্যবস্হা নেয়া। প্রেস ব্রিফিং দিয়ে লাভ হবে না। কাজে নামা লাগবে। কোন এক ছাগলে নাকি বলেছে যে এই জিনিশে সুন্দরবনের তেমন ক্ষতি হবে না। তা বলা লাগে ডলফিনের যে প্রজনন স্হল ছিল সেটিতে এই ঘটনার পরে কোন ডলফিন আসবে না। ইতিমধ্যে মৃত ডলফিন ভাসতে শুরু করেছে। শীতের পাখি যারা সুন্দরবনে আসত তাদের মৃতদেহ পানিতে ভাসতে শুরু করেছে ফলে পরবর্তিতে আর তারাও আসবে না। সেই সাথে পানিতে বসবাস করা মাছ সহ অন্যান্য প্রানীদের বিলুপ্তি একপ্রকার নিস্চিত। ফলে এটা কতবড় ক্ষতি হচ্ছে তা অনুমেয়। ফলে যে বা যিনি বলেছেন তাকে এখনি পদ থেকে লাত্থি দিয়ে বের করে দেয়া উচিত। এমন বিনুদিত মাল আর দরকার নেই। ইহা প্রমানিত জিয়ার সৈনিক মাল খায় দৈনিক আর তাদের দেখাদেথি মুজিব সৈনিক কিছূ ওফার মাল খায় দৈনিক আর মিডিয়াতে আবোলতাবোল বকবক করে।
X((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.