নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

মি. পিকাসো

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১১

বিখ্যাত চিত্রকর পিকাসো একদিন বাজারে হাঁটছিলেন।
এক ভদ্রমহিলা এসে বললেন - মি. পিকাসো, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। আমি আপনার একজন ভক্ত। পিকাসো বললেন - পরিচিত হয়ে খুশি হলাম। এবার ভদ্রমহিলা তাঁকে একটা কাগজ আর পেন্সিল দিয়ে বললেন - মি. পিকাসো, আপনি কি আমার জন্যে কিছু আঁকতে পারেন, কোন একটা কিছু ?
পিকাসো বললেন - অবশ্যই। তিনি একটা একটা ছবি একে দিলেন। ভদ্রমহিলা অভিভূত হয়ে পিকাসোকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিলেন। পিকাসো তাকে ডেকে বললেন - মাই ডিয়ার লেডি, এটার মূল্য হতে পারে কোটি টাকা। ভদ্রমহিলা হেসে বললেন - মি. পিকাসো, কোটি টাকা ! মাত্র ৩০ সেকেন্ড লেগেছে এটা আঁকতে !
পিকাসো বললেন - মাই ডিয়ার লেডি, "এই 'মাত্র ৩০ সেকেন্ড'কে আয়ত্বে আনতে আমার ৩০ বছর লেগেছে।"
Consistency is The Mother of Mastery ! :|

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৩

অপনেয় বলেছেন: কৃতকার্যতার জন্য অধ্যবসায় (perseverance) একটি অতি প্রয়োজনীয় উপাদান।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

ইমরান তপু-সরদার বলেছেন: :

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.