![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত চিত্রকর পিকাসো একদিন বাজারে হাঁটছিলেন।
এক ভদ্রমহিলা এসে বললেন - মি. পিকাসো, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। আমি আপনার একজন ভক্ত। পিকাসো বললেন - পরিচিত হয়ে খুশি হলাম। এবার ভদ্রমহিলা তাঁকে একটা কাগজ আর পেন্সিল দিয়ে বললেন - মি. পিকাসো, আপনি কি আমার জন্যে কিছু আঁকতে পারেন, কোন একটা কিছু ?
পিকাসো বললেন - অবশ্যই। তিনি একটা একটা ছবি একে দিলেন। ভদ্রমহিলা অভিভূত হয়ে পিকাসোকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিলেন। পিকাসো তাকে ডেকে বললেন - মাই ডিয়ার লেডি, এটার মূল্য হতে পারে কোটি টাকা। ভদ্রমহিলা হেসে বললেন - মি. পিকাসো, কোটি টাকা ! মাত্র ৩০ সেকেন্ড লেগেছে এটা আঁকতে !
পিকাসো বললেন - মাই ডিয়ার লেডি, "এই 'মাত্র ৩০ সেকেন্ড'কে আয়ত্বে আনতে আমার ৩০ বছর লেগেছে।"
Consistency is The Mother of Mastery !
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২
ইমরান তপু-সরদার বলেছেন: :
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৩
অপনেয় বলেছেন: কৃতকার্যতার জন্য অধ্যবসায় (perseverance) একটি অতি প্রয়োজনীয় উপাদান।