নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

কিছু তিক্ত ও সিক্ত ঘটনা। ২০১৫ নতুন বছরের শুভেচ্চা।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

ঘটনা ১.
নিউজফিড দেখে যা বুঝলাম আগামীকাল হেপী নিউ ইয়ার। এই নিয়া সবার টান টান উত্তেজনা কিন্তু আমার মাঝে একটুও উত্তেজনা নেই।
ঘটনা ২.
২০১৩ সালে শুধু শিখেছি, শিখেছি এবং শিখেছি কিন্তু ২০১৪ তে এর তেমন কিছুই হয়নাই ... যদিও নতুন কিছু করছি, করছি...
ঘটনা ৩.
আমার জীবনের অনেক রিস্ক নিছি এই বছরে। আশা করছি সেই রিস্ক গুলার সব ফল এই বছর পাবো। অনেক ঠেলা ধাক্কা খেলাম..অনেক ঝড় তুফান মাথার উপর দিয়ে গেল সব কিছুই সয়ে সামনে দিকে আগাচ্ছি।
ঘটনা ৪.
এই ঘটনা এখনও ঘটেনি...2015 সালে ঘটবে ...সেটা হলো নিজেকে প্রতিষ্ঠা করা।
ঘটনা ৫.
সব কিছু ঠিক থাকলে ২০১৫ কে জীবনে স্মরণীয় করে রাখবো।

হ্যাপি নিউ ইয়ার :)
:|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.