![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এক
সুন্দরী মহিলা তার
১২ তলা বাসার
ব্যালকনি তে হাঁটতে হাঁটতে হঠত
পা ফসকে পড়ে গেলো।
সে কিছু বুঝে উঠার আগেই ১০ তলার
ব্যালকনি থেকে এক
লোক হাত
বাড়িয়ে তাকে ধরে ফেলল।
কৃতজ্ঞতাই মহিলার
চোখে পানি চলে আসল। সে লোকটাকে বললঃ-"আপনি আমার
জীবন
বাচিয়েছেন।
আপনি যা চান
আপনাকে তাই
দেবো।” লোকটা বলল
“আমি আপনার
সাথে বিছানাতে যেতে চাই”
রাগে দুঃখে মহিলা বলল
“লাগবেনা আমার
এই জীবন। নরকে যান আপনি”
এই বলে সে ১০
তলা থেকে লাফ
দিলো,
৮ তলার
ব্যালকনিথেকে আবার এক লোক
তাকে ধরে ফেলল,
এই লোকটাও
ভালো ছিলোনা,
সেও আগের
লোকটারমতো মহিলার সাথে বিছানাতে যেতে চাইল
জীবন বাঁচানোর
বিনিময়ে,
মহিলা ভাবল এর
চেয়ে মৃত্যুই ভালো,
সে আবার ৮ তলা থেকে লাফ
দিলো।
লাফ দিয়েই তার
মনে মৃত্যু
সম্পর্কে ভয়
ঢুঁকে গেলো, ভাবল
ক্ষতি কি ছিল
একবার
বিছানাতে গেলে?
জীবন টাতো বাঁচত!!!
হাজার হলেও জীবন
বাঁচানো তো ফরজ!!!
আর কেউ
তাঁকে ধরছেনা দেখে ভয়েতার
হাত
পা শুকিয়ে গেলো। ভাগ্যক্রমে ৫
তলাই এসে আরেক
লোক তার হাত
ধরে ফেলল!!!
আনন্দে উচ্ছ্বসিত
মহিলা চেঁচিয়ে বলে উঠলো “চলেন চলেন
এক্ষনি বিছানাতে চলেন!!!”
⇓
⇓
⇓
হতভম্ব লোকটা ভয়ে শিউরে উঠে বলল
“নাউজুবিল্লাহ!! !”
লাথি দিয়ে মহিলাকে ফেলে দিলো সে ৫
তলা থেকে!!!!!!!
©somewhere in net ltd.