![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে নিয়ে আর কতো স্বপন আঁকবো
নয়ন পানে-
আশা ছাড়ে না।
তোমাকে নিয়ে আর কতো হারাবো
বিশ্বপানে-
ডানা লাগে না।
তোমাকে নিয়ে আর কতো ভিজবো
প্রকৃতি পানে-
মেঘ লাগে না।
তোমাকে নিয়ে আর কতো ভিড়বো
জনশূন্য পাড়ে-
বাঁধা মানে না।
তোমাকে নিয়ে আর কতো ভেলায় ভাসবো
সমুদ্র পানে-
প্রভাত মানে না।
তোমাকে আর কতো খুঁজবো
কবিতা পানে-
ক্লান্ত হই না।
এখনও বুঝি না তোমাকে নিয়ে কেন এতো মাতামাতি-
গদ্যে পদ্যে গল্প উপন্যাসে।
তোমাকে নিয়ে আর কিছু ভাববো না
কিন্তু ভাবনা তো বড়ই বেঈমান-
পিছুই ছাড়ে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
ইমরান তপু-সরদার বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা