নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

সফলতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

বিলগেটস বলেছিলেন 'আমি একটা পরীক্ষায় ফেইল করেছিলাম,যেখানে আমার বন্ধু পাশ করেছিলো,আর এখন আমি যে কোম্পানির মালিক,সে সেই কোম্পানির ইঞ্জিনিয়ার...
...চীনের জ্যাক মা ২৯০০ কোটি ডলার নিয়ে এশিয়ার সবচাইতে ধনী ব্যক্তি,মজার ব্যাপার হলো "আলীবাবা" কোম্পানির এই প্রতিষ্ঠাতা তার পরীক্ষায় ফেইল্ড হয়েই এ কোম্পানির পত্তন করেন,যেটার এখন অ্যামাজন কোম্পানির দ্বিগুণ সম্পদ....
....বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা টমাসকে ছোট বেলায়ই স্কুল থেকে বের করা হয়েছিলো শুধু এজন্য যে "তার মেধা নাই"..একহাজারবার প্রচেষ্টার মাথায়ই তিনি বাল্ব আবিষ্কার করতে সক্ষম হন....
....কলাম্বিয়ার বিখ্যাত শিল্পী শাকিরাকে তার সংগীত স্কুল থেকে ছোটবেলায়ই বের করে দেয়া হয়েছিলো কন্ঠ সুন্দর নয় বলে....
....এরা সবাইই এখন পৃথিবীর সবচাইতে সফলদের ভিতর গণ্য,কিন্তু এরা সবাইই প্রাথমিক জীবনে ব্যর্থ ছিলেন,,
....সফলতা কোন ঝুলন্ত দড়ি নয় যে কোন কিছুতেই ফটাশ করে ছিড়ে যাবে,বরং এটা হলো একটা দ্বীপের মত যেটায় কূল থেকে যেতে হয়,কেউ বোট দিয়ে কেউ হেলিকপ্টারে কেউবা সাঁতরিয়ে যায়...
...ওখানে পৌঁছানোর একমাত্র পথই হচ্ছে জাস্ট মুভ অন রাখো,যত জোয়ার ভাটা ঝড় ঝঞ্ঝাই হোক না কেনো...
....একজন প্রিন্সিপাল,যে তার কলেজের শিক্ষকদেরকে বলতেছে 'দু ধরণের শিক্ষার্থীদেরকে সম্মান দিবেন,যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট,কারণ তারাই আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষক.আর হচ্ছে সবচাইতে খারাপ স্টুডেন্ট,যারা ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানকে সাহায্য করবে ..
...সুতরাং, কখনোই নেতিয়ে পড়তে নেই,যত ব্যর্থতাই আসুক না কেনো,কারণ ব্যর্থ হতে হতেই সফলতার পথ খুঁজে পাওয়া সম্ভব ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

নূসরাত তানজীন লুবনা বলেছেন: আর রাগ ঝাড়তে হবে মাঝারি স্টুডেন্টদের উপর
ভালো লাগা

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাল পোস্ট

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৫

দেশী ম্যান বলেছেন: আপনার হাইট কতো, আপনি দেখতে কেমন এইসব বিষয় ঢাকা পড়ে যায় যখন আপনি সফল থাকবেন, আপনার ব্যাংক ভর্তি টাকা থাকবে। জিনিস চিরসত্য, জেলাসির কিছু নাই।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

সচেতনহ্যাপী বলেছেন: জীবনের প্রথমতায় অনেক ব্যার্থতাই পরবর্তিতে তাদের সফল বলে চিহ্নিত করেছিলো এবং করছেও।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.