![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সিনেমা সিনেমা হলে দেখা হই নি সেই বছর খানিক তো হবেই। মোটামুটি অনেকটা ইচ্ছা করেই গেলাম জিরো ডিগ্রী দেখতে। আলোচনা-সমালোচনা তো কম হলো না এই জিরো ডিগ্রী নিয়ে।
আমি অবশ্য সমালোচনার ধারে কাছে যেতে চাই না। যাইহোক দেখতে গেলাম জিরো ডিগ্রী বলাকা সিনে ওয়ার্ল্ডে।
গেলাম অবশ্য একটু আগেই। অনুভুতি দিতে এবং নিতে। সবচেয়ে অবাক হলাম আমি যখন দেখলাম বেশ কিছু মেয়ে এবং মহিলা আছে সিনেমা দেখার জন্য। অবাক করার মতো সংখ্যা।
মেডিকেলের এক মেয়েকে জিজ্ঞাসা করলাম, আপু আপনি কি সিনেমা দেখতে আসছেন? আপু হ্যাঁ সুচক কথা বললো। আরও জানালো সেও অনেক দিন ধরে সিনেমা হলে দেখতে আসে না। কিন্তু এই সিনেমার রিভিউ নাকি তার ভালো লেগেছে সব কিছু জেনে বুঝে দেখতে এসেছে।
সিনেমা শুরু হলো।
আমি হলে ঠিক যে পরিমান ছেলে দর্শক দেখলাম, ঠিক সেই পরিমান মেয়ে দর্শক দেখে পুলকিত হলাম। মনে হলো বাংলা সিনেমা আগের দিনে ফিরে যাচ্ছে।
যাইহোক আমি যা দেখলাম, তাতে খারাপ কিছু মনে হলো না। বিভিন্ন ব্লগে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শুনলাম তাতে মনে হলো যুব সমাজ এবার গোল্লাই যাবে জিরো ডিগ্রী দেখলে।
কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমরা এখন এই যুগে হিন্দি ফ্লিম দেখবো, হলিউড মুভি দেখছি, আর বারবার বলছি কেন বাংলা সিনেমা চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না।।
একটু ধারা বদলের দিনে, আর সেই আমরা সমালোচনামুখর। এই যুগে কাউকে কি কিছু দেখানো বন্ধ করা সম্ভব। আর জিরো ডিগ্রী কি সেই রকম যেটা আপনারা ভাবছেন!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫
ইমরান তপু-সরদার বলেছেন: আপনাকেও।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
নিলু বলেছেন: লিখতে থাকুন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: সিনেমাটা ভালো লেগেছে।। আপনার দৃষ্টিভঙ্গি ও লেখার ধরন-ও ...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম প্লাস!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
ইমরান তপু-সরদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ