![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতকে হারানো কঠিন কিন্তু অসম্ভব না। তামিম এই ম্যাচে ব্যর্থ হলে চলবে না। প্রথম ১০-১৫ ওভারে ১০০ রানের ওপেনিং জুটি দরকার।
এরপরে ৩৫ ওভারের মধ্যে ২০০
৩৫-৪০ ওভারে ২৫০
আর শেষ দশ ওভারে ১০০+
আর বোলিং এ মাশরাফি কে প্রথমেই আগুন গোলায় দুই ওপেনার ও কোহলিকে আউট করা লাগবে। আর ১৫-২০ ওভারের মধ্যে রায়না আর ধোনীকে আউট করা লাগবে।
তাইলে ভারত জয় খুব একটা বেশি কিছু না।
অভিনন্দন বাংলাদেশ দলের জন্য।
#দিপুদা
১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ইমরান তপু-সরদার বলেছেন: শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।
২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:১২
ডেড ম্যান ওয়াকিং বলেছেন: Bangladesh VS India
ভারতের সাথে জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।
বাশ্ টা রাখিয়া দিলাম ইন্ডিয়া এর জন্।
১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ইমরান তপু-সরদার বলেছেন: ইনশাআল্লাহ।
৩| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: দুই ওপেনার ও কোহলিকে আউট করতে হবে - এহঃ
হাতি ঘোড়া গেল তল - ব্যাঙ বলে কত জল?
৪| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কঠিন হলেও অসম্ভব না।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: জেতার জন্য সহজ ছক কষে দিয়েছেন। যদি এটা করতে পারে, তবে জয় যে আমাদের হবে সেটা নিয়ে কোন দ্বিমত নাই। কিন্তু মাঠে গিয়ে সেটা করতে পারবে কিনা সেটাই ভেবে কূল পাচ্ছি না। তবে আমিও আশাবাদী বাংলাদেশ ঠিকই ভারতকে হটিয়ে সেমি ফাইনালে চলে যাবে। টাইগারদের জন্য অনেক শুভ কামনা রইলো।