নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

বর্তমান মোঘল সম্রাটের বংশধররা কে কোথায় আছেন? একেই বলে নিয়তি। বংশের গৌরব ক্ষণিকের!!

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯

আল্লাহর দুনিয়া বড়ই ‪‎বিচিত্র‬ !
ছবিতে যাদের দেখছেন তারা শেষ (১৭তম) মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এর নাতির ঘরে ছেলের পরিবার । তারা কলকাতার বস্তিবাসী ।
যে ৬ জন মুঘল সম্রাট সবচেয়ে পরিচিত বাবর, হুমায়ুন, আকবর দ্যা গ্রেট, জাহাঙ্গীর, শাহজাহান, এবং আউরঙ্গজেব তারা ১৫২৬-১৭০৭ পর্যন্ত ভারত শাসন করেছেন এবং রাজ্য বিস্তার করেছিলেন । এর মধ্যে আকবর এবং আউরঙ্গজেব সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেন - প্রত্যেকে ৪৯ বছর করে । সম্রাট শাহজাহান বিখ্যাত তার তাজমহলের জন্য - তিনি ছিলেন বিবির জন্য নিবেদিত প্রাণ সম্রাট । কারণ বোধহয় তার পিতা সম্রাট জাহাঙ্গীর - জাহাঙ্গীর সাহেবের ২২ জন বিবি ছিলেন যাদের উল্লেখ আছে নথিপত্রে । উল্লেখ ছাড়া আরো থাকতে পারে।

এই বিখ্যাত ছয় জনের পরে যে এগারজন মুঘল সম্রাট ভারতবর্ষ শাসন করেছিলেন (১৭০৭ - ১৮৫৭) তাদের অধিকাংশেরই পোড়া কপাল - বিলাতিদের সামাল দিতে হয়েছে । শেষমেষ ১৮৫৭ সালে বাহাদুর শাহ জাফরে এসে মুঘল সম্রাজ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে ।
আল্লাহর দুনিয়া কি বিচিত্র ! যে আকবরকে বলা হতো "আকবর দ্যা গ্রেট", যে সম্রাট শাহজাহান বিশবছর ধরে তাজমহল বানালেন শ্বেতপাথর আর হীরা-জহরত দিয়ে, তাদের বংশধররা আজ বস্তিবাসী ।
আকবর দ্যা গ্রেট আর সম্রাট শাহজাহানের এক বিন্দু ক্ষমতাও কি আছে যে কবর থেকে উঠে এসে তাদের বস্তিবাসী বংশধরদের একটু সাহায্য করবে?
মানুষ অতি অসহায় - জীবিত এবং মৃত দুই অবস্থায়ই - কেউ বোঝে, কেউ না বুঝে ক্ষমতার প্রতাপ দেখায় । আল্লাহ চাইলে অবশ্যই তার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন - তিনি কেবল কিছুদিনের অবকাশ দেন মাত্র।
বিস্তারিতঃ ডেইলি মেইল এবং এখানে আরও অনেক ছবি উক্ত লিঙ্কে পাবেন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: মুচকি হাসে নিঠুর নিয়তি।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

ইমরান তপু-সরদার বলেছেন: !:#P

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

মোহামমদ অাবুল বাশার বলেছেন: বাংলার মানুষ ভাতে মরে খালেদা জিয়া মেকঅাপ করে

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

ইমরান তপু-সরদার বলেছেন: =p~

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: :(

বিধির লীলা বুঝা বড় কঠিন।:(

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:

"আল্লাহ চাইলে অবশ্যই তার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন - তিনি কেবল কিছুদিনের অবকাশ দেন মাত্র। "

-আল্লাহ মানুষকে বস্তিবাসী করে? আপনারা বিনা মগজে জন্মেছেন!

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫

রাঘব বোয়াল বলেছেন: পোস্ট +

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

তপ্ত সীসা বলেছেন: গতরে না খাটলে তো বস্তিতেই থাকিবে ভায়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.