নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি!

১৯ শে জুন, ২০১৫ রাত ৯:০৫

ঝম ঝম বৃষ্টি
কল কল গান,
কি সুন্দর দৃশ্য-
ভরে যায় প্রাণ।

বৃষ্টির পানিতে স্রোতধারা বয়
স্রোত তাঁর কুল পেয়ে প্রতিকূলে রয়!

কি এমন সৃষ্টি আকাশ থেকে পানি পড়ে,
সৃষ্টিকর্তার এ কেমন দান
ভাসি আজ সৃষ্টি উল্লাসে!

এই হায়! বৃষ্টিতো থামতে শুরু করেছে
তাতে কি হয়,
মনটা আমার কেমন যেন রয়ে যায়।

দূরে পাখির ছানা বৃষ্টিতে ভিজে চিউ চিউ করে
ইচ্ছা করে ধরে তাঁকে কাছে নিই পেড়ে!

ব্যাং আর স্রোতের কল কল ধ্বনিতে আজ আমি সত্যিই মুখরিত
চলো আজ হারায়!!
-----------
কৈশোরের কাব্য - ০১ (ফেলে আসা সেদিন)
গতকাল আমার হাইস্কুল জীবনের হারিয়ে যাওয়া ডায়েরীটি খুঁজে পেয়েছি। তখনকার ছোট মনের সেই অভিব্যক্তি একটি একটি করে অনলাইন ডায়েরী করে রাখার চেষ্টা!
----
ইমরান তপু সরদার
তাং- ৭ জুন ২০০১ বৃহঃ বার (ডায়েরীর ডেট অনুসারে)
ষষ্ঠ শ্রেণী!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:১২

ইমরান তপু-সরদার বলেছেন: খুব সম্ভব ডায়েরীতে ছন্দ আকারে এটাই আমার জীবনে প্রথম লেখা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.