নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

আমরা শিশু!!

২০ শে জুন, ২০১৫ রাত ৮:১১

আমরা শিশু আমরা কিশোর
আমরা হাওয়া দুরন্ত,
আমরা করবো দেশকে মুক্ত
সিদ্ধান্ত মোদের চূড়ান্ত।

আমরা আসি এ জগতে
পাখির মতো উড়তে,
শিশু হয়ে আসি মোরা
এ পৃথিবীতে লড়তে।

সেই সিব শিশু মোরা
ফুলের মতো পবিত্র,
বেঁচে থেকে করবো মোরা
পরিপূর্ণ সুন্দর চরিত্র!!

শিশু হয়ে জন্ম মোদের
চাই পৃথিবীকে জাগাতে,
তাইতো মোদের পূর্ণ জনম
পাড়ি দিবো এই পৃথিবীকে!!

জন্ম নিয়েছি এই পৃথিবীতে
মরি যেন এই দেশে,
তাইতো মোদের ইচ্ছা জাগে
সত্যের মথে লড়তে!!

ভালোবাসা চাই মোরা
বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে,
যাতে মোরা হারিয়ে না যায়
অমানুষের পথে;
বাঁচার মাঝে নিজেদের যেন
দেখতে পারি অন্য এক যুগে!!!


শৈশবের কাব্য - ২ (ফেলে আসা সেদিন)
ছোট বেলায় হারিয়ে ফেলা ডায়েরীর কিছু অব্যক্ত অভিব্যক্তি!!
---
ইমরান তপু সরদার
২৫-১২-২০০১ (রবিবার) (ডায়েরীর তারিখ অনুসারে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.