নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

আজ তোমাতে আমি মিশে গেছি!!

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭

তোমাকে পেলাম আজ আমি খুব কাছে, যতো টুকো কাছে গেলে দুটো প্রাণ এক হয়ে যায়। কি যে নেশা তাঁতে!
তোমার হাতে কদম দুটো যতোটা কাছা কাছি লেগে ছিল আমি তার চেয়ে খুব বেশি কাছে ছিলাম।
প্রথম দেখার অনুভূতি নাকি স্বর্গ ছুঁয়ে যায়, আর প্রথম ছোঁয়া নাকি আরও বেশি?

আজকে আর ব্যবধান রাখতে ইচ্ছা করে না, আজকে সব লজ্জা যেন ভুলে ফিরেছি। তোমার মিষ্টি গন্ধ আমাকে মাতাল করেছে একটু বেশিই। আচ্ছা বেলী তোমার গন্ধ নিলো কীভাবে?
লজ্জাবতীর মতো তুমি যখন আমার বুকে মুখটা লুকাচ্ছিলে আমি যেন হারিয়ে খুঁজে ফিরেছিলাম তোমার গভীরতা। তোমার তুমিকে আজ আমি এতো কাছ থেকে দেখে ছাড়বো ভাবতেও পুনঃঅনশন গড়তে ইচ্ছা করে।

প্রকৃতির কাছে একটু খানি আকুতি, খুব কাছ থেকে পাওয়ার পূর্বের চাওয়া আমাদের পূর্ণ কইরো!!

ইমরান তপু সরদার
১৫ জুলাই ২০১৫ বুধবার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০

সোজা কথা বলেছেন: ভাল রোমান্টিকতা ছিল!

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

ইমরান তপু-সরদার বলেছেন: :`>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.