নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

১৫ হাজার থেকে ২ লাখ টাকা আপনার না আমার, না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের?

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৪

আমরা বাঙ্গালী সাময়িক বিষয় নিয়ে পড়ে থাকতে বেশি ভালোবাসি। কেউ আজকে ২০ টাকা ইনকাম নিয়ে বেশি সন্তুষ্ট হই, কিন্তু ১০ বছর পরে এর প্রভাবে বড় কোন ক্ষতি হবে কিনা এটা আমাদের মাথায় নিয়ে আসার চিন্তাও করি না।
আমাদের দেশের মহিলারা স্টার জলসা দেখে আর বিনোদন নেই আর ভাবে সাময়িক সুখ নিয়ে। কিন্তু এক বারও ভাবে না আমার সাথে বসে থাকা আমার ছোট মেয়ে বা ছেলের ভবিষ্যৎ কি হবে? আজকের সুখ যে তার কিছু দিন পরে যে কাল হতে পারে সেটা আমরা আজকে ভাবি না।

খাল কেটে আজকে যে কুমির আমি নিয়ে আসছি তা কাল যে আমাকেই বিপদে ফেলবে সেটা সাময়িক সুখ আমাদের ভাবতে দেয় না।
সানি লিওন এদেশে আসবে কি কাজে আমার খুব বেশি জানতে ইচ্ছা করে না। এদেশে সব কিছু না জেনেও করা যায়। লাখ টাকা ঘুস দিয়ে একটি চাকরির জন্য আমরা যখন নিশ্চিত বসে থাকি। তখন ভাবি না এই টাকা দিয়ে বৈধ কিছু করা যায়। তারাই আবার চাকরি পেয়ে ধর্মের নামে কোন কুসংস্কার আলোচনা হলে তাকে স্বাধীন চিন্তা না ভেবে নাস্তিকতা ভেবে বসে।
আবার তারাই সানি লিওনের নুড ভিডিও রাতের আধারে চুপে চুপে মনিটর গিলে খেয়ে ফেলবে এমন ভাব দেখায়, রাতে ঘুমে রাত্র যাপন করে। সানি লিওন ছাড়া কোন শিক্ষাবিদ এদেশে আসলে ফ্রিতেও অনেকে দেখতে ইচ্ছা পোষণ করবে না সেটা জানি। তারপরও সেটাতে শিক্ষাকে যে সম্মান করা হতো জাতির কাছে এটা নির্দ্বিধায় বলতে পারি।
আমাদের ভার্সিটিতে কোরিয়ান কিছু বিশেষজ্ঞ আসছে এক মাসের ট্যুরে। তারা বেসিক প্রযুক্তি শিক্ষা দেয় আমাদের ফ্রিতে। আবার কোরিয়ান মুভি গানও আমাদের দেখায়। আমি জিজ্ঞাসা করলাম তাদের এটার উদ্দেশ্য কি? তারা বলে উন্নয়নশীল দেশকে তাদের দেশের ঐতিহ্য তুলে ধরার জন্য এটা করছে। তারা ছাত্রদের ফ্রিতে শিক্ষা দেয় আবার তাদের সংস্কৃতি বুঝায়।
আর আমরা সেখানে সানি লিওনকে টাকা দিয়ে এদশের মানুষের কাছে তুলে ধরি। আমি জানি সানি লিওন এ দেশে আসলে বহুমুখি প্রচার তাকে সবার কাছে আরও বেশি পরিচিত করে তুলবে।
কিন্তু এক বারও কি ভাবি ইন্টারনেটের এ যুগে আপনার ছেলে মেয়ে সানি লিওন বলে গুগলে লিখলে কি দেখবে আপনার ভবিষ্যৎ?
লাখ টাকাকে আমরা তুচ্ছ করি ঠিক আছে কিন্তু কোটি টাকার সম্পদ আপনার ভবিষ্যৎকে এই টাকার বিনিময়ে কি দিলাম সেটা একবারও কি ভাবি?
আমি জানি মাননীয় প্রধান মন্ত্রী বা সংস্কৃতি মন্ত্রী এটার দিকে দৃষ্টি দেওয়ার সময় পান না। কারণ যারা এসব করছে তাদের হাত অনেক লম্বা, তাদের বড় কেউ সানি লিওনকে নিয়ে নৈশ ভোজ করবে, সেলফি উঠাবে। আর আমরা জাতি হিসাবে সেটা গলধঃকরন করবো। কিন্তু আমাদের ২০ বছর পরের চিন্তা করবো না। যে এই সানি নিওন আমাদের আসলে কি দিতে পারে।

আমরা জাতি হিসাবে কবে কোরিয়া বা উন্নত দেশের মতো নিজেদের সংস্কৃতি অন্য দেশে প্রচার করবো, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো? তা আজও জানি না।
তবে সানি লিওন প্রেমীরা যে তাদের স্বার্থ দিনের পর দিন উশুল করবে এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
--
ইমরান তপু সরদার
শিক্ষার্থী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩

আমি শঙ্খচিল বলেছেন: ঠিক বলেছেন ভাই ।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

ইমরান তপু-সরদার বলেছেন: জাতি এ দিকে আসে না ভাই!! :(

২| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

মোগল সম্রাট বলেছেন: আপনার লেখাটা পড়ে নচিকেতার একটা গানের কথা মনে পড়ছে .....''এ দেশে অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ী, বিদেশী চ্যানেল তখন পৌছে যে যায় বাড়ী বাড়ী ''.......

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

ইমরান তপু-সরদার বলেছেন: আমরা কবে খাল কেটে কুমির না এনে দেশের জন্য কাজ করবো! :-&

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

নুর ইসলাম রফিক বলেছেন: নিজের মাঝে কিছু দিন যাবত একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
সানি লিওনি কি ভারতের অহংকার নাকী অপবাদ?

সানি লিওনি যদি ভারতের অহংকার হয়ে থাকে তবে থাকনা তারা তাদের অহংকার নিয়ে।
তাতে আমরা কেন গর্বিত হয়ে গর্ববতি হয়ে যাবো।
সানি লিওনির আগমন তো আমাদের দেশে আশীর্বাদ নয় অভিশাপই বটে।

আর যদি সানি লিওনি ভারতের অহংকার না হয়ে আপবাদ হয়ে থাকে
তবে কেন আমরা তাদের অপবাদের অংশিদারীত্ব নেব।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৩

ইমরান তপু-সরদার বলেছেন: প্রশ্নের বেড়াজালে আজ আমরা আবদ্ধ, কিন্তু যাদের স্বার্থ তারা ফয়দা লুটে যাবে নিশ্চিত!!

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

চাঁন মিঞা সরদার বলেছেন: সানি লিওনের লাইভ পর্ন সরাসরি টেলিকাষ্ট করা হোক। ১৫০০০ কেন ৫০০০০ টাকা দিয়ে হলেও সেই লাইভ সেক্স শো অনেকেই দেখবে। বাবা-ছেলে-মেয়ে-ভাই-বোন সবাই টিভির সামনে লাইভ গ্রুপ সেক্স- এনাল-গ্যাং ব্যাং- শো দেখবে, আর ভারতীয় কাম সংস্কৃতির উপভোগ করবে। চারিদিকে সানির জয় জয় অবস্থা হবে।
এই দেশে একসময় মেয়েরা তাদের বাবাকে বলবে বাবা আমি সানি লিওনের মতন খাটি বেশ্যা হতে চাই। অনেক টাকা ও নাম যশ কামাতে চাই।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

ইমরান তপু-সরদার বলেছেন: রাজনীতি না টিকলে এ দেশে কেউ কিছু করবে না!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.