নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

এই লেখা আপনার জন্য না, আপনার ভবিষ্যতের জন্য! শত বছর পরের বাংলাদেশের জন্য!!

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

ভাগ্নে আমার পিএসসি পরীক্ষার্থী। ও বলে মামা, আপনি না কম্পিউটার সাইন্সে পড়েন? সারা দিন নাকি কম্পিউটারের সামনেই থাকেন? মামা আমি কিন্তু ম্যাথটা ভালো পারছি না, আমাকে তুমি ইন্টারনেট থেকে প্রশ্ন ম্যানেজ করে দিবা কিন্তু! আমার বন্ধুরা সবাই কিন্তু প্রশ্ন পাবে।
আমি বলি ইন্টেরনেটে প্রশ্ন পাওয়া যায় তোকে কে বলেছে? সে বলে মামা ঐ বাসার চুমকি (ছদ্মনাম) তো গতবার প্রশ্ন পেয়ে এ+ পেয়েছে। তোদের এ+ না পেলেই কি সমস্যা?
মা মেরে ফেলবে মামা!
আমি বলি তোর ম্যাথে যে সমস্যা আমার কাছে আসিস, আমি পরীক্ষা পর্যন্ত তোকে দেখাবো। কিন্তু কম্পিউটারে কিন্তু আর প্রশ্ন পাওয়া যাবে না।
সেদিন থেকে ও আমার কাছে কিছু সময় অংক দেখে নেই।
কিছুদিন পরের ঘটনা। ও টিভিতে দেখেছে মেডিকেলের প্রশ্ন ফাঁস নিয়ে খুব আন্দোলন-ঠোন হচ্ছে। গতকাল আমার কাছে ও পড়তে আসে নি। আমি ওর আম্মুকে বললাম। ওর আম্মু বলতে পারলো না ঘটনা কি।
কিছুক্ষণ আগে দেখা হয়ে গেছে ওর সাথে।
আমি বলি, কি রে মামা তুই ম্যাথের সমস্যা সমাধান করে ফেলসিস? সে মুচকি হেসে বলে মামা তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। ঐ যে কাল দেখলাম মেডিকেলের প্রশ্ন পাওয়া গেছে।
আমিও প্রশ্ন পাবো। তুমি না দিলেও ও বাসার আঙ্কেল আমাকে ম্যানেজ করার চেস্টা করবে বলেছে। আমি ওকে বললাম, মামা তুমি কিন্তু তাহলে এ+ পাচ্ছো না?
কেন?
কারণ আমি জানি প্রশ্ন পাওয়া যাবে না।
...
আমি জানি ও আজকে ঠিকই আমার কাছে আবার পড়তে আসবে। এ+ এর আসায়। কিন্তু এই ছোট মনে এই যে পোকা এটা বের করা যে সহজ না তা কিন্তু আমি ভালো করেই জানি।
আচ্ছা এরাও কি এভাবে একদিন ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে এদেশে মাথা বিশ্বের সামনে উঁচু করবে?
বাংলাদেশ দেশ হিসাবে উন্নত হবে, ডিজিটাল হবে এটা সবার কাম্য। কিন্তু এমন ডিজিটাল না যেখানে ইন্টারনেটের মাধ্যমে দেশ ডিজিটাল হবে ঠিকই আছে, কিন্তু দেশের তরুণ ও ছোট এই মনগুলোকে মাকাল ফলের মতো গড়ে তুলতে হবে।
আসুন এখনি রুখে দাঁড়ায় এই জাতি রক্ষায়!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: এই নাহিদ বুড়াটা আমদের শিক্ষাব্যবস্থা পুরা ধ্বংস করে দিয়েছে!

২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: এতো প্রশ্ন ফাঁস আগে কখনো ঘটেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.