নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

ইমরান তপু-সরদার

যাযাবরী জীবনে সম্পুর্ন অসামাজিক জীব।

ইমরান তপু-সরদার › বিস্তারিত পোস্টঃ

দেশটা কোথায় যাচ্ছে!!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

আমার যে সমস্যা আছে সেটা যদি আমি আগে ভাগেই নক- আউট করে দেই, তাহলে কিন্তু সমস্যা সমাধানে বিন্দু মাত্র অগ্রগতি হবে না। আর সমাধান না হলে পুনঃরাবৃত্তি স্বাভাবিক ঘটনা।
বাংলাদেশের নীতিনির্ধারকরা ঠিক সেই কাজটাই করে নিজেকে বা দলকে ধোয়া তুলসিপাতা বানানোর জন্য। তারা আসলে ঘটনা না বুঝেই/শুনেই আগে সেটা তাদের বা তাদের কারোর বা এ দেশের ঘটনা না বলে গলা চেপে মুখে জন্মের মতো সাধু হয়ে যায়।

ফলে কি দাঁড়ায় প্রতি বছর ‪প্রশ্ন_ফাঁস‬ হতে থাকে, আইএস না থাকলেও পরিকল্পনা করতে শুরু করে, ১০ হাজার টাকার চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুস দেওয়ার জন্য জমি বিক্রি করে (নামে ইসলাম তাদের প্রাণ), মিনা ভাঙ্গে সে দেশে গ্রেপ্তার হয় আমাদের দেশে, সুবিধা বঞ্চিতদের নিজের সময় ব্যয় করে আলো দেখাতে এসে সে শিশুপাচারকারী হয়ে যায়... এরকম হাজারও ঘটনা প্রতিনিয়ত চোখের সামনে ঘটে চলেছে-
কি কারনে জানেন?

শুভঙ্কর দা এক বাক্যে সমস্যা না শুনে এ দেশকে জান্নাতের মতো পবিত্র বানিয়ে ফেলছে বলে!! ;)
এখনও সময় আছে; মধ্যপ্রাচ্যের মতো দেশ আমাদেরও হোক সেটা আমরা চাই না।
যাইহোক সেটা দেশের জন্য কল্যাণকর হবে এটা আমাদের সকলের চাওয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আপনি কোথায় যাচ্ছেন, এই হোক মুলচিন্তা।। দেশ কি একা যাবে? নাকি আমি আপনি নিয়ে যাব?

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

ইমরান তপু-সরদার বলেছেন: আপনি আমি চিন্তা না করলে দেশের ভবিষ্যৎ কে রুখে দাঁড়াবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.